Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এতিম ও হেফজখানা নির্মাণ করছে মোস্তফা-হাকিম ফাউন্ডেশন

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১৯ সেপ্টেম্বর, ২০১৯, ১২:০১ এএম


আলহাজ মোস্তফা-হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে নগরীর স্টেশন রোডস্থ চৈতন্যগলি বাইশ মহল্লা কবরস্থানে জানাজা ভবন সংস্কার, হেফজখানা এবং এতিমখানা নির্মাণ করা হচ্ছে। কমিটির নেতৃবৃন্দ গতকাল বুধবার ভবনের নকশা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও সাবেক সিটি মেয়র এম মনজুর আলমের কাছে হস্তান্তর করেন। এ সময় মনজুর আলম বলেন, কবরবাসীর পাশে হেফজখানা ও এতিমখানা নির্মাণের ফলে নিয়মিত এখানে কোরআন তিলাওয়াত, কবরবাসীর মাগফিরাত কামনায় দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হবে। এসময় বাইশ মহল্লা কমিটির সভাপতি মোহাম্মদ ইউসুপ, সহ-সভাপতি শওকত হোসাইন, যুগ্ম সম্পাদক মনজুরুল আলম, মোহাম্মদ আলী, মোস্তফা-হাকিম গ্রæপের প্রধান প্রকৌশলী বিপুল চাকমা, আওয়ামী লীগ নেতা মোহাম্মদ ইব্রাহিম প্রমুখ উপস্থিত ছিলেন।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ