গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
সাবেক সিটি মেয়র এম মনজুর আলম বলেছেন, করোনার শুরু থেকে মানুষের পাশে আছে আলহাজ মোস্তফা-হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন। এই ধারাবাহিকতায় করোনা রোগীদের চিকিৎসায় চালু করা হয় ৫০ বেডের আইসোলেশন সেন্টার। সেন্টারে চিকিৎসাসেবা অব্যাহত থাকবে।
গতকাল রোববার নগরীর কাট্টলীতে সেন্টারে কর্মরত চিকিৎসক, কর্মকর্তা, কর্মচারীদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তাহের গ্রুপের চেয়ারম্যান এম এ তাহেরের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোস্তফা হাকিম বিশ্ববিদ্যালয় কলেজের গভর্নিং বডির সভাপতি শাহীন আলম, প্রিন্সিপাল মোহাম্মদ আলমগীর, মোস্তফা-হাকিম গ্রুপের পরিচালক মোহাম্মদ সারওয়ার আলম, সাহীদুল আলম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ডা. মেজবাহ উদ্দিন তুহিন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।