Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘মানবসেবায় কাজ করছে মোস্তফা হাকিম ফাউন্ডেশন’

চট্টগ্রাম ব্যুরো : | প্রকাশের সময় : ৪ মে, ২০১৯, ১২:৩২ এএম

সাবেক সিটি মেয়র এম মনজুর আলম বলেছেন, আলহাজ মোস্তফা-হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন মানব সেবায় কাজ করছে। প্রতি বছরের মতো এবারও চট্টগ্রামের ৪১টি ওয়ার্ডে ইফতার সামগ্রী বিতরণ করা হচ্ছে। ফাউন্ডেশনের মানব সেবা ও জন কল্যাণমূলক কাজ অব্যাহত থাকবে জানিয়ে তিনি সমাজের বিত্তবানদের দুঃস্থদের সহযোগিতায় এগিয়ে আসার আহবান জানান। গতকাল শুক্রবার মুক্তিযোদ্ধাদের মাঝে সেহেরী ও ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক এম মনজুর আলম এসব কথা বলেন। এর আগে আটটি ওয়ার্ডে ইফতার ও সেহেরী সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মোস্তফা-হাকিম গ্রুপের পরিচালক সারওয়ার আলম, ৮নং ওয়ার্ডের কাউন্সিলর মোরশেদুল আলম, ৭নং ওয়ার্ডের কাউন্সিলর, মোবারক আলী, ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর আশ্রাফুল আলম, ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর সাইফুদ্দিন খালেদ, ৭ ও ৮ নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর জেসিকা পারভিন জেসি, ১ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জাফর আহাম্মদ, ৫ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোহাম্মদ আবু তাহের, ৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর, সফিকুল ইসলাম, মোস্তফা-হাকিম ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ বাদশা আলম প্রমুখ। উল্লেখ্য ফাউন্ডেশনের উদ্যোগে নগরীতে ইফতার সামগ্রী বিতরণ চলবে সপ্তাহব্যাপী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মোস্তফা হাকিম ফাউন্ডেশন
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ