Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় একজনের মৃত্যুদণ্ড

চাঁপাইনবাবগঞ্জ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৮ সেপ্টেম্বর, ২০১৯, ২:৫০ পিএম

চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় মো. মমিন (৩২) নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে আদালত। বুধবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ শওকত আলী আসামীর উপস্থিতিতে এ রায় প্রদান করেন।

দণ্ডপ্রাপ্ত মমিন জেলার সদর উপজেলার চরদুর্লভপুর-পাথালিয়া গ্রামের সাইদুর রহমানের ছেলে।

অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আঞ্জুমান আরা মামলার উদ্ধৃতি দিয়ে জানান, ২০১৭ সালের ২২ ডিসেম্বর দিবাগত রাত সোয়া ৩ টার দিকে র‌্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি টহল দল সদর উপজেলার নরেন্দ্রপুরে অভিযান চালায়। এ সময় মমিনকে ১ কেজি ১০০ গ্রামে হেরোইনসহ গ্রেফতার করে। একটি কাপড়ের ব্যাগে করে সে হেরোইনগুলো নিয়ে যাচ্ছিল।

এ ঘটনায় ২৩ ডিসেম্বর তার বিরুদ্ধে সদর থানায় র‌্যাবের এসআই গোলাম সারোয়ার বাদী হয়ে মামলা দায়ের করেন। সদর থানার এসআই জাহাঙ্গীর আলম ২০১৮ সালের ২৭ জানুয়ারি তার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ৯ জন সাক্ষির সাক্ষ্য গ্রহন শেষে আদালত এ রায় প্রদান করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মৃত্যুদণ্ড


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ