পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
রাজধানীর ‘উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ’র পরিচালনা পর্ষদের (গভর্নিং বডি) নির্বাচন ৩ মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। একই সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠানটির ইংরেজি মাধ্যম (ইংলিশ মিডিয়াম) শাখার অভিভাবকদের ভোটার তালিকায় কেন অন্তর্ভুক্ত করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।
গতকাল মঙ্গলবার বিচারপতি আবু তাহের সাইফুর রহমান এবং বিচারপতি মোহাম্মদ আলীর অবকাশকালিন ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন। রিটকারীর পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী এ জে মোহাম্মদ আলী। সরকারপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার ও ওয়েস আল হারুনী এবং সহকারী অ্যাটর্নি আশিক রুবাইয়াত। পিটিশনে বলা হয়, উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির নির্বাচনে ভোটার তালিকায় ইংলিশ মিডিয়ামের শিক্ষার্থীদের অভিভাবকদের অন্তর্ভুক্ত করা হয়নি। এর বৈধতা চ্যালেঞ্জ করে ইংলিশ মিডিয়াম শাখার এক শিক্ষার্থীর অভিভাবক শহিদুল ইসলাম রিট করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।