Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চার দশক কাঁচ চিবিয়ে খাচ্ছেন তিনি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৮ সেপ্টেম্বর, ২০১৯, ১২:০৩ এএম

ভারতের মধ্যপ্রদেশে দয়ারাম সাহু নামের এক আইনজীবী ৪০-৪৫ বছর ধরে কাচ চিবিয়ে খাচ্ছেন। দেশটির সংবাদমাধ্যম টাইমস নাউ অনলাইনের একটি প্রতিবেদনে বলা হয়েছে, ৪০-৪৫ বছর ধরে মধ্যপ্রদেশের দিনদোরি জেলার বাসিন্দা দয়ারাম সাহু কাচ চিবিয়ে খাচ্ছেন। এই অভ্যাস খারাপ বলেও মানেন তিনি। তার পরও চার দশকের বেশি সময় ধরে এটাই তার একমাত্র নেশা। শনিবার একটি সংবাদমাধ্যমকে সাক্ষাৎকারে তিনি বলেন, ‘কাচ খাওয়ার জন্য আমার দাঁতের খুব ক্ষতি হচ্ছে। কিন্তু, কিছুতেই এটা ছাড়তে পারছি না। তবে এখন কাঁচ খাওয়া পরিমাণে কমিয়ে দিয়েছি’। সাক্ষাৎকারের ভিডিওতে দেখা যাচ্ছে, একটি চেয়ারে বসে আছেন ওই আইনজীবী দয়ারাম সাহু। আর কোলে থাকা একটি প্লেটে বোতল ভেঙে রাখা হয়েছে। কথা বলতে বলতে সেই বোতলের ভাঙা কাচ চিবিয়ে খাচ্ছেন তিনি। টাইমস নাউ।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ