Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

২০২০ সাফ ফুটবলের আয়োজক বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১৭ সেপ্টেম্বর, ২০১৯, ৩:১৪ পিএম

আগামী বছর সেপ্টেম্বরে সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের দ্বাদশ আসর বসবে বাংলাদেশে। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে গতকাল সোমবার (১৬ সেপ্টেম্বর) দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশনের (সাফ) কংগ্রেসে এই সিদ্ধান্ত নিয়েছেন ফুটবল কর্তারা। গতকাল সোমবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) পক্ষ থেকে সংবাদটি নিশ্চিত করা হয়েছে।
সব শেষ ২০১৮ সালে আয়োজন করা হয়েছিল সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ। সেবারও বাংলাদেশই স্বাগতিক ছিল। এদিকে ২০২১ সাল থেকে সাফ চ্যাম্পিয়নশিপ বিজোড় বছরগুলোতে আয়োজন করা হবে। সাফ কংগ্রেসে এমনটাই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
কংগ্রেসে উপস্থিত ছিলেন সাফ ও বাফুফের সভাপতি কাজী মো. সালাহউদ্দিন, সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল, ফিফার কাউন্সিল সদস্য মাহফুজা আক্তার কিরণসহ সাফ কমিটির সদস্যরা। কংগ্রেসে আরও সিদ্ধান্ত হয়, ২০২০ সালের সাফ ক্যালেন্ডার অনুযায়ী অনূর্ধ্ব ১৫ নারী চ্যাম্পিয়নশিপ হবে আগস্টে। এছাড়া অনূর্ধ্ব ১৫ চ্যাম্পিয়নশিপ অক্টোবর ও অনূর্ধ্ব ১৮ নারী চ্যাম্পিয়নশিপ আয়োজন করা হবে সেপ্টেম্বর-অক্টোবর জুড়ে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ