Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

অভিনয়ে প্রশিক্ষণ শেষে সিনেমায় ফিরলেন শুভ

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৭ সেপ্টেম্বর, ২০১৯, ১২:০৩ এএম

অভিনয়ে প্রশিক্ষণ নিতে গত ২৫ জুলাই এক মাসের জন্য আমেরিকা গিয়েছিলেন চিত্রনায়ক আরিফিন শুভ। দেশে ফিরেছেন আগস্টের শেষ সপ্তাহে। ফেরার পর একটি বিজ্ঞাপনচিত্রের কাজ করেন। তবে গত ১৫ সেপ্টেম্বর থেকে আবার সিনেমায় অভিনয় শুরু করেছেন তিনি। নঈম ইমতিয়াজ নেয়ামুলের জ্যাম সিনেমার শুটিং শুরু করেছেন। আরিফিন শুভ ইতোমধ্যে জ্যাম-এর ৫০ শতাংশ কাজ হয়েছে। এবার টানা শুটিং করব। মাসজুড়ে সিনেমাটির কাজ হবে। সিনেমাটির কেন্দ্রীয় ভ‚মিকায় অভিনয় করছেন শুভ ও পূর্ণিমা। ফেরদৌস আছেন অতিথি চরিত্রে। একটি গুরুত্বপূর্ণ চরিত্র করেছেন কলকাতার ঋতুপর্ণা। জ্যাম-এর মূল ভাবনা আহমদ জামান চৌধুরীর। কাহিনি বিন্যাস করেছেন নঈম ইমতিয়াজ নেয়ামূল ও শেলী মান্না। চিত্রনাট্য ও সংলাপ রচনা করেছেন পান্থ শাহরিয়ার। এর মাধ্যমে ১০ বছর পর প্রয়াত নায়ক মান্নার প্রযোজনা প্রতিষ্ঠান কৃতাঞ্জলি কথাচিত্র থেকে নির্মিত হচ্ছে চলচ্চিত্র।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সিনেমা


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ