মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভারতে নতুন মোটর ভেহিক্যাল আইন চালু হওয়ার পরই বিভিন্ন জায়গায় চলছে একের পর এক হাস্যকর ঘটনা। কোথাও সিটবেল্ট না বাঁধায় বাইক আরোহীকে জরিমানা করা হচ্ছে, আবার কোথাও হেলমেট না পরায় জরিমানার মুখে পড়ছেন গাড়ির চালক। এরকমই একটি ঘটনায় এবার বেআইনি পার্কিং-এর অভিযোগ জরিমানা করা হল গোরুর গাড়িকেও।
উত্তরাখণ্ডের সাহাসপুরের চারবা গ্রামে এই ঘটনা ঘটেছে। গোরুর গাড়ির মালিক রিয়াজ হাসানকে ১০০০ টাকা জরিমানা করে পুলিশ। পরে নিজেদের ভুল বুঝতে পেরে অবশ্য চালান ফিরিয়ে নেয়া হয়। শনিবার রাতে নিজের ক্ষেতের পাশেই গোরুর গাড়ি দাঁড় করিয়ে রাখেন রিয়াজ হাসান। পুলিশ এসে মালিকানাহীন গোরুর গাড়িটি দেখে লোকজনকে প্রশ্ন করে জানতে পারে যে তার মালিক কে। গাড়ি চালিয়ে নিজেরাই হাসানের বাড়ি চলে যায় পুলিশ। ১০০০ টাকার একটি চালান ধরানো হয় হাসানকে।
হাসান যখন প্রশ্ন করে যে মোটর ভেহিক্যাল আইনে গোরুর গাড়ি কী ভাবে ঢুকছে, আর নিজের ক্ষেতের পাশে গোরুর গাড়ি দাঁড় করিয়ে রাখা কী ভাবে বেআইনি হতে পারে, তখন নিজেদের ভুল বুঝতে পারে পুলিশ। পরে চালানটি ফিরিয়ে নেওয়া হয়। সূত্র: টিওআই।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।