Inqilab Logo

বুধবার, ১৫ মে ২০২৪, ০১ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৬ জিলক্বদ ১৪৪৫ হিজরী

কলম্বিয়ায় বিমান বিধ্বস্ত, নিহত ৭

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৬ সেপ্টেম্বর, ২০১৯, ১০:৩১ এএম

কলম্বিয়ায় একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে অন্তত সাতজন নিহত হয়েছেন, আহত আরও দুজন। গতকাল রোববার (১৫ সেপ্টেম্বর) দুপুরে দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পোপায়ান শহরের কাছে এ ঘটনা ঘটে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বিমানটি স্থানীয় একটি ছোট কোম্পানির মালিকানাধীন। এটি উড্ডয়নের কয়েক মিনিট পরই দুর্ঘটনা ঘটে। বিমানটি পোপায়ান থেকে লোপেজ ডি মিকাই এলাকার দিকে যাচ্ছিল।
পোপায়ান শহরের মেয়র সিজার গোমেজ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিমান বিধ্বস্ত হয়ে সাতজন নিহত হয়েছেন। আর দুজন যাত্রী আহত হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
স্থানীয় দমকল বাহিনীর কমান্ডার হুয়ান কার্লোস গানান বলেন, দুর্ঘটনার সময় বিমানটিতে ৯ জন আরোহী ছিলেন। বিমানটি যে এলাকায় বিধ্বস্ত হয়েছে সেখানকার এক শিশুও দুর্ঘটনায় আহত হয়েছে। দমকল বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছেন।
তবে কী কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে, তা এখনো পরিষ্কার না। কলম্বিয়ার বিমান কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছেন, দুর্ঘটনার কারণ জানতে অনুসন্ধান চালাচ্ছেন তারা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ