মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : কলম্বিয়া ও ভেনিজুয়েলা তাদের সীমান্ত পুনরায় আংশিকভাবে খুলে দিয়েছে। সীমান্ত বন্ধ করে দেয়ার প্রায় এক বছর পর তারা এ ব্যাপারে সম্মত হলো। কলম্বিয়ার প্রেসিডেন্ট জুয়ান মানুয়েল সান্তোস এবং ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এ ঘোষণা দেন। গতকাল শনিবার এ সীমান্ত খুলে দেয়া হয়েছে। দু’দেশের মধ্যে ২ হাজার ২শ’ কিলোমিটারের যে সীমান্ত রয়েছে সেখানে প্রথম পর্যায়ে পাঁচটি স্থান দিয়ে কেবলমাত্র পথচারীরা যাতায়াতের সুযোগ পাবে। মাদুরো নিরাপত্তার কথা ভেবে এ সীমান্ত বন্ধ করে দিয়েছিলেন। কলম্বিয়ার অনেক নাগরিককে দেশ থেকে বহিষ্কার করা হয় এবং তার পর থেকেই দ্বিপাক্ষিক বাণিজ্য বন্ধ রয়েছে। দুই দেশের প্রেসিডেন্ট বলেন, ওই সীমান্তে পাঁচটি ক্রসিং প্রতিদিন স্থানীয় সময় ৮টা থেকে ২০টা পর্যন্ত খোলা রাখা হবে। প্রেসিডেন্ট মাদুরো বলেন, দ্বিপাক্ষিক সম্পর্ক ও নিরাপত্তার উন্নয়ন ঘটায় সীমান্ত পুনরায় খুলে দেয়াসহ অনেক সিদ্ধান্ত গ্রহণে সমর্থ হয়েছে ভেনিজুয়েলা ও কলম্বিয়া। সম্পূর্ণ সীমান্ত পুনরায় খুলে দেয়ার ব্যাপারে এক সঙ্গে কাজ করতে কলম্বিয়া ও ভেনিজুয়েলা সম্মত হয়ে বলেছে, নিরাপত্তা, বাণিজ্য ও জ্বালানি বিষয়ে প্রথমে তাদের পৃথক চুক্তিতে পৌঁছানো প্রয়োজন। ভেনিজুয়েলার সামরিক বাহিনীর একটি টহল দলের ওপর কলম্বিয়ার সাবেক আধা-সামরিক বাহিনী হামলা চালানোর পর ২০১৫ সালের আগস্টে মাদুরো এ সীমান্ত বন্ধ করে দেয়ার নির্দেশ দেন। এপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।