Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গণতন্ত্র এখন আইসিইউতে লেবার পার্টি

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৬ সেপ্টেম্বর, ২০১৯, ১২:০১ এএম


বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান বলেছেন, দেশের রুগ্ন গনতন্ত্র এখন আইসিইউতে লাইফ সাপোর্টে রয়েছে। জনগনের ভোটের অধিকার প্রতিষ্ঠায় এবং গুম খুন অপহরন বন্ধে সরকার ব্যর্থ হয়েছে। জনগনের ভোটাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা বিলোপ করতে র‌্যাব-পুলিশসহ আইন শৃংখলা বাহীনিকে নগ্ন দলীয়করনের মাধ্যমে আজ্ঞাবহ রক্ষীবাহিনীতে পরিণত করেছে। আর্ন্তজাতিক গনতন্ত্র দিবসে গতকাল এক বিবৃতিতে তিনি একথা বলেন। ডা. ইরান বলেন, ভোটাধিকার হরণ, একদলীয় গণতন্ত্র, প্রতিহিংসার রাজনীতির বিকাশ, গনমাধ্যমের স্বাধীনতা হরণ, বাক-ব্যাক্তি স্বাধীনতা খর্ব ও বিরোধী মতাবলম্বীদের নিচিহ্ন করার মাধ্যমে বাংলাদেশের রুগ্ন গনতন্ত্রে মহামারি আকার ধারণ করেছে।
তিনি বলেন, স্বাধীনতার ৫০ বছরেও দেশে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠিত হয়নি। বরং জনগনের দিনের ভোট রাতে অপহরণ করা হয়েছে। বিগত ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, সিটিকর্পোরেশন থেকে শুরু করে দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনগুলো ভোটারবিহীন ও একদলীয় হওয়ায় জনগণ নির্বাচন ও ভোটকেন্দ্র বিমুখ হয়ে পড়েছে। যা একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র ও নাগরিকদের জন্য অশনি সংকেত। তাই বর্তমান গনতন্ত্রের মোড়কে ক্ষমতাশীন দখলদার সরকারের কবল থেকে দেশ ও জনগনকে রক্ষায় দেশপ্রেমিক শক্তির ঐক্যের কোন বিকল্প নাই। গণতন্ত্রকামী সকলকে ঐক্যবদ্ধ হয়ে সর্বাত্মক আন্দোলনের তিনি আহবান জানান।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লেবার পার্টি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ