বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বিয়ের প্রলোভন দেখিয়ে তরুনী ধর্ষণের দায়ে বরিশালে বেল্লাল হোসেন নামে একজনকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো দুই বছরের কারাদন্ডাদেশ নারী ও শিশু নির্যাতন অপরাধ দমন ট্রাইবুনালের বিজ্ঞ বিচারক আবু শামিম আজাদ। রবিবার রায় ঘোষনার পরে দন্ডিত বেল্লাল হোসেনকে কারাগারে পাঠানো হয়েছে। সে বরিশালের মেহেদিগঞ্জ উপজেলার চরলতা গ্রামের হারুন হাওলাদারের ছেলে। ধর্ষিতা তরুনীও একই এলাকার। প্রেমের সর্ম্পকের জের ধরে বেল্লাল তরুনীকে একাধিকবার ধর্ষণ করেছে। পরবর্তীতে বিয়ে করতে অস্বীকার করলে ধর্ষিতা তরুনীর পক্ষ থেকে ২০১৩ সালের ১৫ সেপ্টেম্বর ট্রাইবুনালে মামলা দায়ের করা হয়।
একই বছরের ১১ অক্টোবর মেহেদিগঞ্জ থানার তৎকালীন এসআই অসীম কুমার সিকদার অভিযোগের সত্যতা নিশ্চিত করে আদালতে চার্জসীট দাখিল করে। বিচারে বিজ্ঞ আদালত ৭ জনের স্বাক্ষ্য গ্রহন ও উভয় পক্ষের আইনজীবীদের সাওয়াল জবাব শেষে অভিযোগ প্রমানিত হওয়ায় বেল্লাল হোসেনকে যাবজ্জীবন কারাদন্ডাদেশ প্রদান করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।