বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে সিলেটে। সিলেট জেলা স্টেডিয়ামে জাতীয় সংগীতের মধ্য দিয়ে এ টুর্নামেন্টের আনুষ্ঠানিকতা শুরু হয় রোববার (১৫ সেপ্টেম্বর) সকালে। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিলেটের জেলা প্রশাসক কাজী এমদাদুল ইসলাম, পুলিশ সুপার মো ফরিদ উদ্দিন, সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহিউদ্দিন আহমেদ সেলিম সহ জেলা ক্রীড়া সংস্থার কর্তারা। এরপর ফানুস উড়িয়ে সিলেট পর্বের টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন সিলেটের বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তা। উদ্বোধনী দিনে ফেঞ্চুগঞ্জ ও গোলাপগঞ্জ উপজেলা (অনূর্ধ্ব-১৭) দলের মধ্যে বালক ও বালিকা গ্রুপে দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়। উপজেলা পর্যায়ে প্রতিযোগিতা শেষ হলে পর্যায়ক্রমে জেলা, বিভাগ ও জাতীয় পর্যায়ে খেলার সুযোগ পাবে দলগুলো। টুর্নামেন্ট থেকে প্রতিভাবান খেলোয়াড় বাছাই করে ব্রাজিলে উন্নততর প্রশিক্ষণের ব্যবস্থা করবে সরকার এরকম তথ্য জানিয়েছেন সংশ্লিষ্টরা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।