গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেছেন, ঢাকা শহরকে একটি পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তুলতে চাই। এজন্য সবাইকে এগিয়ে আসতে হবে।
আজ রোববার (১৫ সেপ্টেম্বর) সকালে রাজধানীর মিরপুরের বিশেষ পরিচ্ছন্নতা ও চিরুনি অভিযানের (২য় পর্যায়) উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের দুই নম্বর গেটে এডিস মশার প্রজননস্থল ধ্বংস করার লক্ষ্যে অনুষ্ঠানটির আয়োজন করে ঢাকা উত্তর সিটি করপোরেশন।
মেয়র বলেন, প্রথম পর্যায়ে ডেঙ্গু নির্মূল অভিযানে যেসব বাসায় আমরা এডিস মশার লার্ভা পেয়েছিলাম তখন তাদের বোঝানো হয়েছে, কোনো জরিমানা করিনি। তবে দ্বিতীয় পর্যায়ে ওই সমস্ত বাসায় লার্ভা পাওয়া গেলে জরিমানা করা হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।