Inqilab Logo

রোববার, ০৯ জুন ২০২৪, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ০২ যিলহজ ১৪৪৫ হিজরী

খালেদা জিয়ার মুক্তির দাবিতে পুরান ঢাকায় পোস্টার লাগালেন রিজভী

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৫ সেপ্টেম্বর, ২০১৯, ৯:৪৯ এএম

চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজধানী সহ সারাদেশে ২লাখ পোস্টার লাগাচ্ছে বিএনপি। এরই অংশ হিসেবে রাজধানীর উত্তরা, মিরপুরের পল্লবী, মতিঝিল, বনানীসহ বেশ কয়েকটি এলাকায় নিজ হাতে পোস্টার লাগিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সর্বশেষ রোববার (১৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টায় রাজধানীর পুরান ঢাকা এলাকায় তিনি পোস্টার লাগান। যেটিতে খোলা জানালা দিয়ে বলো পড়ছে বেগম জিয়ার মুখে, আর পাশে লেখা খালেদা জিয়ার মুক্তি চাই। এই পোস্টার তিনি রাতে পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডের পরিত্যক্ত কেন্দ্রীয় সরকারের দেয়ালসহ ওই এলাকার অলিতে গলিতে ঘুরে ঘুরে নিজ হাতে পোস্টার লাগান।
রিজভী বলেন, দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে মিথ্যা মামলায় বজকে দীর্ঘ ১৯ মাস ধরে কারাগারে আটক করে রাখা হয়েছে। আজকে এই সরকার হাজার হাজার কোটি টাকার দুর্নীতি করছে, লুটপাটের রাজত্ব কায়েম করেছে। তাদের ছাত্র সংগঠনটির সভাপতি-সাধারণ সম্পাদকের বিরুদ্ধে ৮৬ কোটি টাকা দুর্নীতির কারণে নেতৃত্ব থেকে সরিয়ে দেয়া হয়েছে। এছাড়া, শেয়ার বাজার, রিজার্ভ, ব্যাংক, বালিশ, পর্দার কথা তো সকলের জানাই। এসবের বিরুদ্ধে কোন ব্যাবস্থা না নিয়ে কেবল রাজনৈতিক কারণে, ব্যাক্তিগত প্রতিহিংসা চরিতার্থ করার জন্য বেজম জিয়াকে কারাগারে আটকে রাখা হয়েছে। অথচ তাকে যে অভিযোগে সাজা দেয়া হয়েছে সেই টাকা বেড়ে এখন তিন গুণের বেশি হয়েছে।
তিনি অবিলম্বে বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবি করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রিজভী

৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ