পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
সিটি ব্যাংক ও ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)- এর মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সম্প্রতি হওয়া এই চুক্তি অনুসারে এখন থেকে ইউল্যাব-এর শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে যে কোনো আমেরিকান এক্সপ্রেস/ভিসা/মাস্টারকার্ড ব্যবহার করে নিজ নিজ টিউশন ফিস জমা দিতে পারবেন। শনিবার (১৪ সেপ্টেম্বর) সিটি ব্যাংকের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সিটি ব্যাংকের প্রধান কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইউল্যাবের রেজিস্ট্রার প্রফেসর আখতার আহমেদ এবং সিটি ব্যাংকের হেড অফ কার্ডস মাসুদুল হক ভুঁইয়া নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষ থেকে চুক্তি স্বাক্ষর করেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউল্যাবের অতিরিক্ত পরিচালক (ফাইন্যান্স এন্ড অ্যাকাউন্টস) নিখিল সি ভট্টাচার্য, সিটি ব্যাংকের হেড অফ মার্চেন্ট অ্যান্ড ই-কমার্স বিজনেস আরিফুর রহমানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।