Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঝিনাইদহে ৩ কোটি টাকার ধানবীজ চুরি তদন্ত করতে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠিত

ঝিনাইদহ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৪ সেপ্টেম্বর, ২০১৯, ১:১৩ পিএম

দৈনিক ইনকিলাব পত্রিকায় তথ্য ভিত্তিক সংবাদ প্রকাশের পর বিএডিসি’র ঝিনাইদহের দত্তনগর বীজ উৎপাদন খামারের এক’শ ২৯ দশমিক ২২ মেট্রিক টন ধান বীজ আত্নসাতের ঘটনায় উচ্চ পর্যায়ের ৩ সদস্যের তদন্ত টিম গঠন করা হয়েছে। তদন্ত টিমের প্রধান করা হয়েছে বিএডিসি’র পরিচালক (অর্থ) মোমিনুর রশিদ আমিন। অপর সদস্যরা হচ্ছেন, ব্যবস্থাপক (বিক্রয়) সার ব্যবস্থাপনা মোঃ আবুল কালাম আজাদ ও উপ পরিচালক (সংস্থাপন) রাজীব হোসেন। এ সংক্রান্ত বিএডিসি’র এক অফিস আদেশে বলা হয় কমিটি গুরুতর অনিয়মের বিষয়ে সরেজমিনে তদন্ত করে সুস্পষ্ট মতামতসহ প্রতিবেদন ও সুপারিশ দাখিল করবে। চিঠিতে আরো বলা হয় ২০১৮-১৯ অর্থ বছরে যশোর বীজ প্রক্রিয়াজাতকরণ কেন্দ্রে সদর দপ্তর হতে প্রাপ্ত কর্মসূচি বহির্ভূত ভাবে এক’শ ২৯ দশমিক ২২ মেট্রিক টন এস এল ৮ এইচ হাইব্রিড ধান বীজ মজুদ করা হয়। এ বীজের মধ্যে ৭৫ দশমিক ০৭৫ মেট্রিক টন গোকুলনগর খামার, ৩২ দশমিক ১১ মেট্রিক টন পাথিলা খামার ও ২২ দশমিক ০৩৫ মেট্রিক টন করিঞ্চা খামার থেকে কর্তৃপক্ষের কোন অনুমোদন না নিয়ে ও চালান ব্যাতিরেকে যশোর বীজ প্রক্রিয়াজাতকরণ কেন্দ্রে পাঠানো ও মজুদ করা হয়। যশোর বীজ প্রক্রিয়াজাতকরণ কেন্দ্রের উপ পরিচালক মো: আমিন উল্লাহ, দত্তনগরের গোকুলনগর খামারের উপ পরিচালক তপন কুমার সাহা, পাথিলা খামারের উপ পরিচালক আকতারুজ্জামান তালুকদার ও করিঞ্চা খামারের উপ পরিচলক ইন্দ্রজিৎ শীল পরস্পর যোগসাজসে ধান বীজ চুরির কান্ড ঘটায়। তদন্ত শেষে প্রতিবেদনে অনিয়মের কারন উদঘাটন, অনিয়মের সাথে জড়িত কর্মকর্তা কর্মচারিদের চিহ্নিতকরন, জড়িতদের দায় দায়িত্ব নির্ধারন, অনিয়মের কারনে সংস্থার আর্থিক সংশ্লেষন নিরুপন ও ভবিষ্যতে এ ধরনের অনিয়ম রোধে সুপারিশ প্রদান করতে বলা হয়েছে। আগামী ১০ অক্টোবরের মধ্যে তদন্ত প্রতিবেদন চেয়ারম্যানের কাছে দাখিল করতে বলা হয়। মাস তিনেক আগে এ বীজ দত্তনগরের গোকুলনগর, পাথবিলা ও করিঞ্চা খামার থেকে এক’শ ২৯ দশমিক ২২ মেট্রিক টন বীজ অবৈধ ভাবে যশোর বীজ প্রক্রিয়াজাতকরণ কেন্দ্রে পাঠিয়ে আতœসাতের জন্য মজুদ করা হয়। গত মাসে এ কেন্দ্রের উপ সহকারি পরিচালক আব্দুল কাদের উর্ধতন কর্তপক্ষকে বিষয়টি জানান। তারপর এ দুর্নীতির তথ্য ফাঁস হয়ে যায়। প্রাথমিক ভাবে সত্যতা পাওয়া গেলে যশোর বীজ প্রক্রিয়াজাত কেন্দ্রের উপ পরিচালত মোঃ আমিন উল্লাহ, গোকুলনগর খামারের উপ পরিচালক তপন কুমার সাহা, পাথিলা খামারের উপ পরিচালক মোঃ আকতারুজ্জামান তালুকদার ও করিঞ্চা খামারের উপ পরিচালক ইন্দ্রজিৎ শীলকে সাময়িক বরখাস্ত করে ঢাকা অফিসে নিয়ে যাওয়া হয়েছে। ইতিমধ্যেই কমিটি তদন্ত কাজ শুরু করেছে। অভিযোগ পাওয়া গেছে ৩ কোটি টাকা মুল্যের এই ধান চুরির ঘটনাটি ধামাচাপা দিতে একটি মহল দৌড় ঝাপ শুরু করেছে। তারা ধান বীজ প্রেরণের অনুমোদন ও চালান তৈরী করে বিষয়টি ধামাচাপা দিতে মরিয়া হয়ে উঠেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: তদন্ত কমিটি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ