মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
খুব উপাদেয় ও আকর্ষণীয় হিসেবে দিল্লিকা লাড্ডুর কথা বলে মানুষ। সে লাড্ডুও কেনার সামর্থ রয়েছে সবারই। কিন্তু এবার দিল্লির সেই লাড্ডুর সীমানা ছেড়ে বহু দূর চলে গেছে ভারতেরই হায়দ্রাবাদের বালাপুরের এক লাড্ডু।
পাঁচ-দশ বা শ'খানেক টাকা নয়, সেখানে এক লাড্ডুর দাম উঠেছে ১৭ লাখ ৬০ হাজার টাকা! ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ওই একটি লাড্ডুর এতো দামের কারণ এর ওজন ২১ কেজি। হায়দ্রাবাদের বালাপুরে গণেশ বিসর্জন উপলক্ষে এ বৃহৎ লাড্ডু তৈরি করা হয়। অতঃপর তা নিলামে তোলা হয়।
আর বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় নিলামে সর্বোচ্চ দাম ১৭ লাখ ৬০ হাজার টাকায় সেই লাড্ডুটি কিনে নেন কোলানু রাম রেড্ডি নামে স্থানীয় এক ব্যবসায়ী।
এনডিটিভি জানিয়েছে, সোনার মোড়কে ওই বিশাল লাড্ডুটি রূপার থালায় করে দেয়া হয় রাম রেড্ডিকে। এরপর গণেশের বিসর্জনযাত্রায় ওই লাড্ডু মাথায় নিয়ে বাড়ি ফেরেন রেড্ডি। জানা গেছে, শুধু এই লাড্ডুই নয় এর আগেও দুইবার নিলামে জয়ী হয়েছেন কোলানু রাম রেড্ডি।
২০১৮ সালে একই স্থান থেকে নিলামে যে লাড্ডুটি কিনেন তিনি তার দাম ছিল ১৬ লাখ ৬০ হাজার টাকা। ১৯৯৪ সাল থেকে বালাপুরে গণেশ বিসর্জনে বিশালাকার লাড্ডু বানিয়ে তা নিলাম হয়ে আসছে। বিষয়টি এখন সেখানের ধর্মীয় রীতিতে পরিণত।
এলাকাবাসীর বিশ্বাস, নিলাম থেকে এ লাড্ডু যে পরিবারে যাবে সেখানে দেবতা আশীর্বাদ দিয়ে থাকেন। তাই লাড্ডু নিলামে উঠলে তা কিনতে মরিয়া হয়ে ওঠেন এলাকার সম্পদশালীরা।
সেই কারণে ২৫ বছর আগে মাত্র ১ হাজার ১১৬ টাকায় যে লাড্ডুর নিলাম প্রক্রিয়া শুরু হয়েছিল এ বছর তার সর্বশেষ দাম উঠল ১৭ লাখ ৬০ হাজার টাকা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।