Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাদারীপুরে আগুনে পুড়লো ৮ দোকান

মাদারীপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৩ সেপ্টেম্বর, ২০১৯, ২:১২ পিএম

কালকিনির পাথুরিয়ারপাড় বাজারে আগুনকালকিনি উপজেলার পাথুরিয়ারপাড় বাজারে আগুনে পুড়ে গেছে আটটি দোকান। আজ শুক্রবার ভোরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে।
স্থানীয়রা জানান, ভোর পাঁচটার দিকে এলাকাবাসী দোকানে আগুন জ্বলতে দেখেন। ফায়ার সার্ভিস কর্মীরা খবর পেয়ে আধা ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে সরদার স্টোর, হাওলাদার ইলেকট্রনিক্স, ইমরান কসমেটিক, সজিব স্টোর, ঝন্টু স্টোর, শিপন স্টোর, কুদ্দুস ইলেকট্রনিক্স, সামচু ফল ভাণ্ডারের মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এছাড়া ঝন্টু দাস নামে একটি ব্যবসায়ীর দোকানে রাখা নগদ কয়েক লাখ টাকা পুড়ে গেছে। ব্যবসায়ীদের দাবি, এতে প্রায় ৫০ লাখ টাকার সম্পদ নষ্ট হয়েছে।
বাজার কমিটির সভাপতি মতিন হাওলাদার জানান, তারা বিভিন্ন অফিস থেকে ঋণ নিয়ে ব্যবসা করছেন। আগুনের কারণে সবাইকে এখন পথে বসতে হবে।
মাদারীপুর ফায়ার সার্ভিসের সাব অফিসার সিরাজুল ইসলাম বলেন, ‘বৈদ্যুতিক শট সার্কিটের কারণে আগুন লাগতে পারে।’   



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আগুন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ