মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
আফ্রিকার দেশ কঙ্গোতে একটি ট্রেন লাইনচ্যুত হয়ে ৫০ জন নিহত হয়েছে। বৃহস্পতিবার দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলে এই দুর্ঘটনা ঘটেছে। দেশটির স্টিভ বিকায়ি নামের এক মন্ত্রী এক টুইট বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন।
ওই টুইট বার্তায় তিনি বলেন, আরও একটি বিপর্যয়! স্থানীয় সময় বৃহস্পতিবার মধ্যরাত তিনটার দিকে তানগানিকা প্রদেশে ট্রেন দুর্ঘটনায় ৫০ জন নিহত এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছে বলে উল্লেখ করেছেন তিনি।
কঙ্গোতে রেলওয়ের নিরাপত্তা ব্যবস্থা খুবই নাজুক। বেশিরভাগ ট্রেনই অনেক পুরনো। এর মধ্যে কিছু রয়েছে ১৯৬০ সালের। পুরনো যন্ত্রপাতির কারণে প্রায়ই দুর্ঘটনা কবলিত হচ্ছে ট্রেন।
এর আগে গত মার্চে অবৈধভাবে যাত্রী পরিবহনের সময় একটি মালবাহী ট্রেন দুর্ঘটনা কবলিত হয়ে কমপক্ষে ২৪ জন নিহত এবং আরও ৩১ জন আহত হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।