Inqilab Logo

বুধবার, ১৫ মে ২০২৪, ০১ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৬ জিলক্বদ ১৪৪৫ হিজরী

ছাত্রদলের কাউন্সিলে আদালতের নিষেধাজ্ঞা

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১২ সেপ্টেম্বর, ২০১৯, ৯:২২ পিএম

জাতীয়তাবাদী ছাত্রদলের কাউন্সিল অনুষ্ঠানে অস্থায়ী নিষেধাজ্ঞা দিয়েছে আদালত।
গতকাল দুপুরে ছাত্রদলের সাবেক সহ ধর্ম বিষয়ক সম্পাদক আমান উল্লাহ ঢাকার ৬ষ্ঠ সহকারী জজ আদালতে এ বিষয়ে একটি মামলা করলে আদালত নিষেধাজ্ঞা জারি করে। একইসঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ১০ নেতাকে আগামী ৭ দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশও দেয়া হয়েছে।
বিএনপির আইনজীবী অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার নিষেধাজ্ঞার খবর নিশ্চিত করে বলেন, আমান উল্লাহ নামে এক ব্যক্তি মামলাটি করেছেন। যিনি ছাত্রদলের কাউন্সিলে সভাপতি পদে প্রার্থী হওয়ার জন্য আবেদন করেছিলেন। কিন্তু তিনি বাদ পরায় মামলার বিবরণীতে অন্যায়ভাবে অধিকার ক্ষুন্ন করা হয়েছে বলে উল্লেখ করেছেন। বিষয়টির সুরাহা চেয়েছেন তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ছাত্রদল


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ