Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দেড় ঘন্টাব্যাপী শাহ আব্দুুল করিমের গান

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১২ সেপ্টেম্বর, ২০১৯, ১২:০৪ এএম

শাহ আব্দুল করিম ছিলেন বাংলাদেশের একজন বাউল সংগীতশিল্পী। সংগীতে অসামান্য সাফল্যের জন্য ২০০১ সালে তাঁকে একুশে পদক প্রদান করা হয়। আজ শাহ আব্দুুল করিমের মৃত্যুবাষির্কী। তাঁর মৃত্যুবাষির্কীতে চ্যানেল আই প্রতিদিনের আয়োজন ‘গানে সকাল শুরু’ সাজিয়েছে বিশেষভাবে। দেড় ঘণ্ঠাব্যাপি প্রচারিতব্য অনুষ্ঠানটিতে শাহ আব্দুল করিমের রেখে যাওয়া গান পরিবেশন করবেন ড. বিশ্বজিৎ রায়, লাভলী দে এবং বাউল আবদুল রহমান। অনুষ্ঠানটি সরাসরি প্রচার করা হবে। শাহ আব্দুল করিমের জন্ম ১৫ ফেব্রæয়ারি ১৯১৬, সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার দেরাই থানার উজান ঢোল গ্রামে। দারিদ্র পরিবারে বেড়ে ওঠা শাহ আব্দুল করিম খুব ছোট বয়সেই তাঁর চিন্তাভাবনা এবং আবেগকে মিউজিকালি প্রকাশ করতে শুরু করেন। বড় হওয়ার সাথে সাথে তিনি শাহ ইব্রাহিম মাস্তান বকশের কাছে আধ্যাত্মিক এবং বাউল সংগীত চর্চা শুরু করেন। তিনি ১৫০০-এর বেশি গান রচনা করেছেন। এছাড়া একই অনুষ্ঠানে ১৩ থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত গান করবেন রেজওয়ানা চৌধুরী বন্যা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গান


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ