পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
সিটি ব্যাংক ও প্যাসিফিক জিন্স গ্রুপের সহ-প্রতিষ্ঠান প্যাসিফিক ক্যাসুয়ালস লিমিটেডের মধ্যে সম্প্রতি একটি কৌশলগত চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এটির মুখ্য উদ্দেশ্য হল এমপ্লয়মেন্ট ব্যাংকিং সুবিধার ক্ষেত্র তৈরি করা। চট্টগ্রামের সিইপিজেডে অবস্থিত প্যাসিফিক জিন্সের কর্পোরেট দফতরে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানটি সম্পন্ন হয়। বুধবার (১১ সেপ্টেম্বর) ব্যাংকের পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্যাসিফিক জিন্সের ম্যানেজিং ডিরেক্টর নাসির উদ্দিন, ডিরেক্টর সৈয়দ ম তানভীর, সিটি ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও চীফ ফাইন্যান্সিয়াল অফিসার (সিএফও) মাহবুবুর রহমান, হেড অফ রিটেইল ব্যাংকিং মোহাম্মদ অরূপ হায়দার, হেড অফ ব্রাঞ্চ ব্যাংকিং শফিউল আমিনসহ উভয় প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।