Inqilab Logo

সোমবার ১৮ নভেম্বর ২০২৪, ০৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সুন্দরগঞ্জে বিস্ফোরক আইনের মামলার পৌরকাজী গ্রেফতার

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১১ সেপ্টেম্বর, ২০১৯, ৩:৪৪ পিএম

গাইবান্ধার সুন্দরগঞ্জ পৌর কাজী, মাদরাসার শিক্ষক ও নাশকতার একাধিক মামলায় আসামী সাখাওয়াত হোসেনকে বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় গ্রেফতার করেছে পুলিশ।

থানা সূত্র জানায়, গত মঙ্গলবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ সাখাওয়াতকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। সাখাওয়াত পৌরসভার ২ নং ওয়ার্ডের গোপালচরণ মহল্লার (ব্রাক মোড়) মৃত মকবুল হোসেন মুন্সীর ছেলে এবং ভূরারঘাট মাদরাসার শিক্ষক। ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্য আইনের ৪/৫ ধারায় দায়েরকৃত ২২(১০)১৮ নং মামলার সাখাওয়াতকে গ্রেফতার দেখানো হয়েছে। থানা অফিসার ইনচার্জ এসএম আব্দুস সোবহান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আসামীকে গত মঙ্গলবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। উল্লেখ্য এ মামলা নিয়ে ১০টি মামলার আসামী কাজী সাখাওয়াত।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রেফতার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ