মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
জেনেভায় মুখোমুখি হতে চলেছে দুই প্রতিপক্ষ দেশ। রাষ্ট্রসংঘের মানবাধিকার কাউন্সিলের (UNGRC) বৈঠকে জম্মু-কাশ্মীর নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে ভারত-পাকিস্তানের। প্রসঙ্গত, আন্তর্জাতিক স্তরে নয়া দিল্লির উপর চাপ সৃষ্টি করা হচ্ছে জম্মু-কাশ্মীরে নিয়ন্ত্রণ ও নিষেধাজ্ঞা শিথিল করার।
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি সোমবারই রওনা দিয়েছেন সুইজারল্যান্ডের উদ্দেশে। ৪২তম UNHRC-র বৈঠকে তিনিই পাকিস্তানের প্রতিনিধিত্ব করবেন। যাওয়ার আগে অবশ্য টুইটে জানিয়েছেন, পাকিস্তানের উপর যে অভিযোগ রয়েছে কাশ্মীরে আতঙ্ক ছড়ানোর, সে বিষয়ে স্পষ্ট মতামত রাখবেন তিনি এই বৈঠকে। মঙ্গলবার জেনেভার স্থানীয় সময়ে দুপুর ১২টা নাগাদ জম্মু-কাশ্মীর বিষয়ে নিজের বক্তব্য পেশ করবেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী।
ভারতের প্রতিনিধিত্ব করবেন পররাষ্ট্রমন্ত্রণালয় সচিব এবং ইসলামাবাদে ভারতের হাই কমিশনার অজয় বিসারিয়া। পাকিস্তানের বক্তব্য রাখার কয়েক ঘণ্টা পর আসরে নামবে ভারত। সরকারি সূত্রের খবর, এই বৈঠকে ভারতের তরফে কোনও মন্ত্রীকে পাঠানো হয়নি কারণ আন্তর্জাতিক স্তরে অকারণে কাশ্মীর নিয়ে ইস্যু তৈরি করার যে চেষ্টা পাকিস্তান করছে, তাতে বিশেষ আমল দিতে নারাজ কেন্দ্রীয় সরকার।
সূত্র : এই সময়
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।