Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রথমবারের মতো মিউজিক ভিডিওতে রুনা লায়লা

অভি মঈনুদ্দীন : | প্রকাশের সময় : ১০ সেপ্টেম্বর, ২০১৯, ১২:০২ এএম

 প্রথমবারের মতো মিউজিক ভিডিওতে মডেল হলেন প্রখ্যাত সঙ্গীতশিল্পী রুনা লায়লা। সম্প্রতি তিনি তার নিজের সুর করা গান ‘ফেরাতে পারিনি আর’Ñএর মিউজিক ভিডিওর শূটিং-এ অংশ নেন। গানটি লিখেছেন কবির বকুল। সঙ্গীতায়োজন করেছেন রাজা কাশেফ। গানটির রেকর্ডিং সম্পন্ন হয় এ বছরের ফেব্রæয়ারিতে। ‘ধ্রæব মিউজিক স্টেশন’র আয়োজনে ভিডিওটি নির্মান করেছেন শাহরিয়ার পলক। রুনা লায়লা বলেন, ‘ফেরাতে পারিনি গানের সুর আমারই করা। গানটিতেও কন্ঠ দিয়েছি আমি। নিজের সুর করা গান, নিজের গাওয়া কোন গানের মিউজিক ভিডিওতে এবারই প্রথম আমার অংশ নেয়া। ভীষণ ভালোলাগা কাজ করছিলো। বেশ আয়োজনের মধ্যদিয়ে যতœ নিয়ে শাহরিয়ার পলক মিউজিক ভিডিওটি নির্মাণ করেছে। সবাই বেশ আন্তরিকতা নিয়েই কষ্ট করে কাজ করেছে। ধন্যবাদ ধ্রæব মিউজিক স্টেশনের কর্ণধার ধ্রæব গুহ’কে। তার আন্তরিক চেষ্টায় এই গানটি শ্রোতা দর্শকের সামনে আসতে যাচ্ছে।’ ধ্রæব গুহ জানান, শিগগিরই গানটির সব কাজ শেষ করে ‘ধ্রæব মিউজিক স্টেশন’র ইউটিউব চ্যানেলে মুক্তি দেয়া হবে। শ্রদ্ধেয় রুনা লায়লা এই উপমহাদেশের খ্যাতিসম্পন্ন সঙ্গীতশিল্পী। তিনি আমাদের দেশের গর্ব। তাকে নিয়ে গান করতে পারছি এটা আমার জন্য, আমাদের স্টেশনের জন্য অনেক ভালোলাগার বিষয়। রুনা আপার প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা। ’ উল্লেখ্য রুনা লায়লা প্রথম সুর করেন আলমগীর পরিচালিত ‘একটি সিনেমার গল্প’ সিনেমার জন্য। তার সুর করা গানে কন্ঠ দিয়েছিলেন আঁখি আলমগীর। গানটি লিখেছিলেন গাজী মাজহারুল আনোয়ার। গানের কথা ছিলো ‘গল্প কথার ঐ কল্পলোকে জানি’।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মিউজিক

২৮ সেপ্টেম্বর, ২০২১

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ