গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
রাজধানীর মেরুল বাড্ডায় পুর্বশত্রুতার জেরে ছুরিকাঘাতে বিপ্লব ব্যাপারী (২৫) নামের এক রাজমিস্ত্রি নিহত হয়েছে। রোববার (৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ঢামেক হাসপাতালে বিপ্লব মারা যায়। নিহত বিপ্লব ব্রাহ্মনবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার রুপদি গ্রামের বাচ্চু ব্যাপারীর ছেলে। মেরুল বাড্ডা ১৭ নম্বর রোডের একটি টিনশেড বাসায় থাকতো বিপ্লব।
নিহতের ছোট ভাই শাওন ব্যাপারী জানান, তার ভাই বিপ্লব রাজমিস্ত্রির কাজ করতো। গতকাল শনিবার রাতে এলাকার ছোট ভাই জীবনকে মারধর করে ডিআইটি প্রজেক্টের সুমনসহ ৫/৬ জন যুবক। এর প্রতিবাদ করতে যায় বিপ্লব। পরে বিষয়টি মিমাংসা করে বাসায় চলে যায়। শাওন জানায়, পরে জীবনের লোকজন তাদের মারধর করে। শনিবার রাত সাড়ে ১০টার দিকে বিপ্লব বাড্ডা থানার পেছনে আল আমিনের চায়ের দোকানে বসে চা পান করছিল। তখন ডিআইটি প্রজেক্টের পলাশ, সুন্দরী সুমন, বাচ্চু, সায়েম সহ কয়েকজন বিপ্লবকে এলোপাতারী ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
পরে আহত অবস্থায় বিপ্লবকে ঢামেক হাসপাতালে নিয়ে আসা হয়। প্রাথমিক চিকিৎসা দিয়ে বাসায় নিয়ে যাওয়া হয়। পরে রোববার বিকেলে অসুস্থ পড়লে বিপ্লবকে আবার ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৭টার দিকে বিপ্লব মারা যায়।
বাড্ডা থানার ওসি রফিকুল ইসলাম ইনকিলাবকে জানান, নিহত বিপ্লব মাদক ব্যবসার পাশাপাশি মাদকসেবীও ছিল। শনিবার যাদের সাথে মারামারি হয় তারাও মাদকসেবী। বিপ্লবের বিরুদ্ধে আগেই থানায় ৩টি মামলা আছে। একই সঙ্গে বিস্তারিত ঘটনা খতিয়ে দেখা হচ্ছে বলে উল্লেখ করেন রফিকুল ইসলাম।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।