Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইন্টারনেট চার্জ কমানো হোক

| প্রকাশের সময় : ৯ সেপ্টেম্বর, ২০১৯, ১২:০১ এএম

২০০৮ থেকে ২০১৫ সাল পর্যন্ত বর্তমান সরকারের সময়ে আটবার ব্যান্ডউইথ ইন্টারনেট চার্জ কমানো হয়েছে। সে তুলনায় কমানো হয়নি ইন্টারনেট বিলের মূল্য। প্রতিবার ব্যান্ডউইথের দাম কমে আমরা আশায় বুক বাঁধি এবার হয়তো গ্রাহক পর্যায়ে ইন্টারনেট খরচ কমবে। প্রতিবারই আমাদের আশাহত হতে হয়েছে। ইন্টারনেট খরচ কমাতে সরকার আন্তরিক, এতে কোনো সন্দেহ নেই। ইন্টারনেট খরচ কমাতেই সরকার দফায় দফায় ব্যান্ডউইথের দাম কমিয়েছে। সরকার ব্যান্ডউইথের দাম কমালে মোবাইল অপারেটর কোম্পানিগুলোও ইন্টারনেট বিলের মূল্য কমাতে বাধ্য। কিন্তু কোনো এক রহস্যজনক কারণে গ্রাহক পর্যায়ে ইন্টারনেট খরচ তেমন কমেনি। ব্যান্ডউইথের দাম কমলেও গ্রাহক পর্যায়ে ইন্টারনেট খরচ কেন কমছে না তার কারণ খুঁজে বের করা দরকার।
এস এম রওনক রহমান আনন্দ, এয়ারপোর্ট রোড, ঈশ্বরদী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন