Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কুষ্টিয়ায় সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

কুষ্টিয়া থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৮ সেপ্টেম্বর, ২০১৯, ৭:৫৫ পিএম

কুষ্টিয়ার মিরপুরে নিজ শয়নকক্ষ থেকে সাপের কামড়ে বিলকিস খাতুন (৩৬) নামের এক গৃহবধুর মৃত্যু হয়েছে। আজ রোববার (৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার মালিহাদ ইউনিয়নের কাকিলাদহ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত বিলকিস খাতুন উক্ত এলাকার সাদিকুল ইসলামের স্ত্রী। তিনি ৩ সন্তানের জননী ছিলেন।
স্থানীয়রা জানায়, নিজ শয়নকক্ষে প্রতিদিনের ন্যায় ঘুমিয়ে ছিলো বিলকিস। মধ্যরাতে দড়ির ন্যায় কিছু গায়ের সাথে জড়িয়ে রয়েছে এমন অনুভূতিতে ঘুম ভেঙ্গে যায়। পরে সাপ-সাপ বলে চিৎকার করে বিলকিস। এসময় বাড়ির লোকজন গিয়ে দেখে বিলকিসের মাথার চুলে একটি বিষধর সাপ আটকে আছে। লোকজন সাপটিকে মেরে ফেলার আগেই সাপটি বিলকিসকে কামড় দেয়। স্থানীয়ভাবে রাতভর বৈদ্য/ওঝার শরনাপন্ন হয়। পরে সকালে বিলকিসের মৃত্যু হয়।
বিলকিসের স্বামী সাদিকুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সাপের দংশনে মৃত্যু


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ