এডিট করা যাবে পাঠানো মেসেজ! অতি প্রয়োজনীয় ফিচার আনছে হোয়াটসঅ্যাপ
অ্যাপেল কিংবা টেলিগ্রামের মতো অ্যাপগুলিতে মেসেজ পাঠিয়ে দেয়ার পরও তাতে কোনও ভুল থাকলে এডিট করা
শিশুদের ব্যক্তিগত তথ্য যেন বেহাত না হয় তা মাথায় রেখে ইউটিউবে ১৩ বছরের কম বয়সী শিশুদের ভিডিও দেখার ধরণ বদলে দেবে গুগল৷ শিশুদের গোপনীয়তা নীতিমালা অমান্য করায় ইউটিউবকে রেকর্ড ১৭ কোটি মার্কিন ডলার জরিমানা করার পর এই পদক্ষেপ নিচ্ছে প্রতিষ্ঠানটি৷
বাবা-মায়ের সম্মতি ছাড়া ১৩ বছরের কম বয়সী শিশুদের ডেটা সংগ্রহের অভিযোগে ইউটিউবকে জরিমানা করা হয়৷ ফেডারেল ট্রেড কমিশনের (এফটিসি) সঙ্গে মীমাংসায় জরিমানা দিতেও রাজি হয়েছে ইউটিউবের মালিক প্রতিষ্ঠান গুগল৷
এফটিসির পক্ষ থেকে বলা হয়, বাবা-মায়ের সম্মতি ছাড়াই ১৩ বছরের কম বয়সী শিশুদের ডেটা ব্যবহার করে শিশুদেরকে লক্ষ্য করে বিজ্ঞাপন দেখানো হচ্ছিলো, যা ১৯৯৮ চিলড্রেনস অনলাইন প্রাইভেসি প্রোটেকশন অ্যাক্টের লঙ্ঘন৷ ওই আইন অনুযায়ী অভিভাবকের সম্মতি ছাড়া ১৩ বছরের কম বয়সের বাচ্চাদের ব্যক্তিগত তথ্যও সংগ্রহ করা যায় না৷
ইউটিউব দীর্ঘদিন ধরে বলে আসছে, তাদের পরিষেবা ১৩ বছর বা তার চেয়ে বেশি বয়সের লোকদের জন্য উদ্দেশ্যে বানানো হয়েছে৷ এই বার্তা দিয়ে প্রতিষ্ঠানটি চিলড্রেনস অনলাইন প্রাইভেসি প্রোটেকশন অ্যাক্টের সঙ্গে তাদের কনটেন্টের সামঞ্জস্য দেখাতে চাইলেও বাস্তবতা ছিল ভিন্ন৷ অল্প বয়স্ক বাচ্চারা ইউটিউবে কার্টনুসহ নানা ধরনের ভিডিও এর জন্য জনপ্রিয় ইউটিউব চ্যানেলগুলোও শিশুদের লক্ষ্য করে ভিডিও তৈরি করে৷
ইউটিউব বলছে, এখন অনেকে ডিভাইস শেয়ার করায় তদারিক ছাড়াই শিশুদের মধ্যে ভিডিও দেখার হার বাড়ছে৷ তাই আগামী বছরের শুরু থেকে ইউটিউবে কেউ ভিডিও আপলোড করলে তখনই বলে দিতে হবে সেটি শিশুদের জন্য কি না৷
গুগল বলছে, শিশুদের জন্য আপলোড করা ভিডিওতে গুগল ‘আচরণগত’ বিজ্ঞাপন দেখাবে না এবং এদের অনলাইন পরিচয়ও ট্র্যাক করবে না৷ আর দর্শকদের বয়সের উপর ভিত্তি করে এটা নির্ধারণ করা হবে৷
আদালতে হেরে যাওয়ায় এফটিসিকে গুগল জরিমানা দেবে ১৩ কোটি ৬০ লাখ মার্কিন ডলার, যা ইতিহাসে সর্বোচ্চ। বাকি তিন দশমিক চার কোটি ডলার দিতে হবে নিউ ইয়র্ককে৷ মামলা মীমাংসার অংশ হিসেবেই গুগলকে একটি ভিন্ন ব্যবস্থা বানাতে হচ্ছে যেখানে শিশুদের জন্য কনটেন্টগুলো স্পষ্টভাবে চিহ্নিত করা থাকবে৷
এক ব্লগ পোস্টে ইউটিউব প্রধান সুজান ওজসিকি বলেছেন, স্পষ্টভাবে শিশুদের জন্য বানানো কনটেন্ট স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত ও লেবেল করতে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করবে ভিডিও স্ট্রিমিং সাইটটি৷ শিশুদের চরিত্র, খেলনা এবং গেইমের মতো বিষয়গুলোতে জোর দেওয়া হবে৷ সূত্র: ডয়চে ভেলে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।