Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শিশুদের জন্য বদলাচ্ছে ইউটিউব

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৮ সেপ্টেম্বর, ২০১৯, ৪:৩৩ পিএম

শিশুদের ব্যক্তিগত তথ্য যেন বেহাত না হয় তা মাথায় রেখে ইউটিউবে ১৩ বছরের কম বয়সী শিশুদের ভিডিও দেখার ধরণ বদলে দেবে গুগল৷ শিশুদের গোপনীয়তা নীতিমালা অমান্য করায় ইউটিউবকে রেকর্ড ১৭ কোটি মার্কিন ডলার জরিমানা করার পর এই পদক্ষেপ নিচ্ছে প্রতিষ্ঠানটি৷

বাবা-মায়ের সম্মতি ছাড়া ১৩ বছরের কম বয়সী শিশুদের ডেটা সংগ্রহের অভিযোগে ইউটিউবকে জরিমানা করা হয়৷ ফেডারেল ট্রেড কমিশনের (এফটিসি) সঙ্গে মীমাংসায় জরিমানা দিতেও রাজি হয়েছে ইউটিউবের মালিক প্রতিষ্ঠান গুগল৷

এফটিসির পক্ষ থেকে বলা হয়, বাবা-মায়ের সম্মতি ছাড়াই ১৩ বছরের কম বয়সী শিশুদের ডেটা ব্যবহার করে শিশুদেরকে লক্ষ্য করে বিজ্ঞাপন দেখানো হচ্ছিলো, যা ১৯৯৮ চিলড্রেনস অনলাইন প্রাইভেসি প্রোটেকশন অ্যাক্টের লঙ্ঘন৷ ওই আইন অনুযায়ী অভিভাবকের সম্মতি ছাড়া ১৩ বছরের কম বয়সের বাচ্চাদের ব্যক্তিগত তথ্যও সংগ্রহ করা যায় না৷

ইউটিউব দীর্ঘদিন ধরে বলে আসছে, তাদের পরিষেবা ১৩ বছর বা তার চেয়ে বেশি বয়সের লোকদের জন্য উদ্দেশ্যে বানানো হয়েছে৷ এই বার্তা দিয়ে প্রতিষ্ঠানটি চিলড্রেনস অনলাইন প্রাইভেসি প্রোটেকশন অ্যাক্টের সঙ্গে তাদের কনটেন্টের সামঞ্জস্য দেখাতে চাইলেও বাস্তবতা ছিল ভিন্ন৷ অল্প বয়স্ক বাচ্চারা ইউটিউবে কার্টনুসহ নানা ধরনের ভিডিও এর জন্য জনপ্রিয় ইউটিউব চ্যানেলগুলোও শিশুদের লক্ষ্য করে ভিডিও তৈরি করে৷

ইউটিউব বলছে, এখন অনেকে ডিভাইস শেয়ার করায় তদারিক ছাড়াই শিশুদের মধ্যে ভিডিও দেখার হার বাড়ছে৷ তাই আগামী বছরের শুরু থেকে ইউটিউবে কেউ ভিডিও আপলোড করলে তখনই বলে দিতে হবে সেটি শিশুদের জন্য কি না৷

গুগল বলছে, শিশুদের জন্য আপলোড করা ভিডিওতে গুগল ‘আচরণগত’ বিজ্ঞাপন দেখাবে না এবং এদের অনলাইন পরিচয়ও ট্র্যাক করবে না৷ আর দর্শকদের বয়সের উপর ভিত্তি করে এটা নির্ধারণ করা হবে৷

আদালতে হেরে যাওয়ায় এফটিসিকে গুগল জরিমানা দেবে ১৩ কোটি ৬০ লাখ মার্কিন ডলার, যা ইতিহাসে সর্বোচ্চ। বাকি তিন দশমিক চার কোটি ডলার দিতে হবে নিউ ইয়র্ককে৷ মামলা মীমাংসার অংশ হিসেবেই গুগলকে একটি ভিন্ন ব্যবস্থা বানাতে হচ্ছে যেখানে শিশুদের জন্য কনটেন্টগুলো স্পষ্টভাবে চিহ্নিত করা থাকবে৷

এক ব্লগ পোস্টে ইউটিউব প্রধান সুজান ওজসিকি বলেছেন, স্পষ্টভাবে শিশুদের জন্য বানানো কনটেন্ট স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত ও লেবেল করতে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করবে ভিডিও স্ট্রিমিং সাইটটি৷ শিশুদের চরিত্র, খেলনা এবং গেইমের মতো বিষয়গুলোতে জোর দেওয়া হবে৷ সূত্র: ডয়চে ভেলে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইউটিউব

১০ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ