পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুতে শূন্য হওয়া রংপুর-৩ আসনের উপ-নির্বাচনে প্রার্থী ঘোষণা স্থগিত করেছেন জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান রওশন এরশাদ।
জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এসএম ফয়সল চিশতী আজ শনিবার (৭ সেপ্টেম্বর) এ কথা জানিয়েছেন। তিনি জানান, ‘অনিবার্য কারণে আজকে (শনিবার) সংবাদ সম্মেলন স্থগিত করা হয়েছে। পরবর্তী সময়ে সংবাদ সম্মেলনের তারিখ জানিয়ে দেওয়া হবে।’
এর আগে গতকাল শুক্রবার (৬ সেপ্টেম্বর) রওশন এরশাদের পক্ষ থেকে জানানো হয় শনিবার সংবাদ সম্মেলনের মাধ্যমে রংপুর-৩ আসনের প্রার্থী ঘোষণা করা হবে।
উল্লেখ্য, গত ১৪ জুলাই জাপা চেয়ারম্যান এইচ এম এরশাদের মৃত্যুর পর রংপুর-৩ আসন শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন।
তফসিল অনুযায়ী, রংপুর-৩ আসনে মনোনয়ন দাখিলের শেষ দিন ৯ সেপ্টেম্বর, বাছাইয়ের দিন ১১ সেপ্টেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৬ সেপ্টেম্বর এবং ভোটগ্রহণ ৫ অক্টোবর। ওইদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।