গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
ট্রেনের ধাক্কায় তানিয়া আক্তার (১৫) নামের এক স্কুলছাত্রী গুরুতর আহত হয়েছেন।
আজ শনিবার সকাল ৯টায় রাজধানীর সায়েদাবাদ এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। আহত তানিয়া ঢাকা মেডিক্যাল কলেজে হাসপাতালে চিকিৎসাধীন।
ওয়ারী পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) চঞ্চল সরকার জানান, সকালে সায়েদাবাদ রেললাইনে নারায়ণগঞ্জগামী একটি ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হয় স্কুলছাত্রী তানিয়া। পরে বাবুল হোসেন নামের এক পথচারী তানিয়াকে উদ্ধার করে প্রথমে সালাউদ্দিন হাসপাতালে নিয়ে যায়।
এএসআই চঞ্চল আরো জানান, খবর পেয়ে সালাউদ্দিন হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য তানিয়াকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে দুর্ঘটনার খবর পেয়ে আহত তানিয়ার বাবা-মা ঢামেক হাসপাতালে আসেন। মা রিনা বেগম জানান, তাদের বাসা খিলগাঁও ভুঁইয়াপাড়ার সিপাহীবাগ। তানিয়া ভুঁইয়াপাড়া শান্তিপুর আইডিয়াল স্কুলে দশম শ্রেণিতে পড়াশোনা করে। সকালে স্কুল ড্রেস পরে স্কুলে যাওয়ার জন্য বাসা থেকে বের হয়।
তবে কেন সে সায়েদাবাদ এলাকায় গিয়েছে তা আমাদের জানা নেই, বলেন তানিয়ার মা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।