Inqilab Logo

শক্রবার ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ০৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আশুরার দু’টি রোজা রাখাই উত্তম

খুৎবাহ পূর্ব বয়ানে পেশ ইমাম মাওলানা মিজানুর রহমান

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৬ সেপ্টেম্বর, ২০১৯, ৫:৪৯ পিএম

আল্লাহপাকের শুকরিয়া আদায় হিসেবেই আশুরা উপলক্ষে দু’টি রোজা রাখাই উত্তম। রাসূল (সা.) সাহাবায়ে কেরামকে ইহুদীদের সাথে স্বাতন্ত্র বজায় রাখার উদ্দেশ্যেই ৯-১০ মুহাররম অথবা ১০-১১ মুহাররম আশুরার দু’টি রোজা রাখার নিদের্শ দিয়েছেন। ঐতিহাসিক কারবালার ঘটনার মূল উদ্দেশ্যই ছিল ত্যাগ ও কুরবানি। আমাদেরকেও যে কোনো ত্যাগ ও কুরবানির জন্য প্রস্তুত থাকতে হবে। আজ শুক্রবার বায়তুল মোকাররম জাতীয় মসজিদে জুমার খুৎবাপূর্ব বয়ানে সিনিয়র পেশ ইমাম মাওলানা মিজানুর রহমান এসব কথা বলেন। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন মসজিদে খুৎবাহ পূর্ব বয়ানে ইমাম ও খতীবরা আশুরার গুরুত্ব তুলে ধরে বয়ান করেন।
মাওলানা মিজানুর রহমান বলেন,কারবালার ময়দানে আল্লাহর দ্বীনের আওয়াজকে বুলন্দ করতেই রাসূল (সা.) পরিবারের সদস্যরা শাহাদাতের স্বাধ গ্রহণ করেছিলেন। আশুরার দিনে শুধু শোকের মাতাম করলেই হবে না। কারবালার শাহাদাতবরণকারীদের তাকওয়া ও পরহেজগারীকে অনুসরণ করতে হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আশুরা

৯ আগস্ট, ২০২২
৯ আগস্ট, ২০২২
৯ আগস্ট, ২০২২
২২ আগস্ট, ২০২১

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ