বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
রাজধানীর জুরাইনে দিনে দুপুরে বাসায় ঢুকে মা-মেয়েকে কুপিয়ে আহত করেছে দৃর্বৃত্তরা। আহতরা হলেন- মমতাজ বেগম (৪৫) ও তার মেয়ে রুমা আক্তার (১৯)। গতকাল বৃহস্পতিবার বেলা ১২টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপতালে ভর্তি করা হয়েছে। দুজনের অবস্থাই আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। এদিকে ঘটনার পরে পালিয়ে যাওয়ার সময় শহিদুল নামে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।
ভুক্তভোগীদের স্বজনরা জানান, জুরাইন মেডিক্যাল রোড সমাজ কল্যাণ অফিসের পাশের সিরাজের বাড়ির দ্বিতীয় তলায় ভাড়া থাকেন তারা। তাদের গ্রামের বাড়ি শরীয়তপুর সদর উপজেলার শোলপাড়ায়। রুমার বাবা আব্দুর রব ব্যাপারীর জুরাইন এলাকায় কনফেকশনারির ব্যবসা রয়েছে। ওই দোকানেরই সাবেক কর্মচারী শহিদুল ও তার সহযোগীরা হঠাৎ বাড়িতে ঢুকে মমতাজ ও তার মেয়ে রুমাকে কুপিয়ে জখম করে। পরে দ্রুত তারা সেখান থেকে সরে পড়ে। স্থানীয়রা বিষয়টি টের পেয়ে দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এ সময় ওই বাসা থেকে আরো দুজনকে দৌঁড়ে বেরিয়ে যেতে দেখেন। তখন ওই দুজনের একজনকে স্থানীয়রা আটক করে।
কদমতলী থানার ওসি জামাল উদ্দিন মীর জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে একজনকে আটক করেছে। ঘটনার তদন্ত চলছে। তদন্ত শেষে প্রকৃত ঘটনা জানানো যাবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।