বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বৃহস্পতিবার বিকেলে ফেনীর ছাগলনাইয়ায় আওয়ামীলীগের দু’গ্রুপের সংঘর্ষে ইউপি চেয়ারম্যানসহ ৪জন আহত হয়েছে। আহতদের ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে। সংর্ঘষের পর শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সংঘর্ষে ঘোপাল ইউপি চেয়ারম্যান এফ এম আজিজুল হক মানিক, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোশারফ হোসেন, দুর্গাপুর ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিনসহ ৪ জন আহত হন। ঘোপাল ইউপি চেয়ারম্যান এফএম আজিজুল হক মানিক এবং যুবলীগ নেতা নুর নবীর মাঝে বৃহস্পতিবার দুপুরে কথা কাটা কাটি হয়। পরে আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের উপস্থিতিতে মানিক ও নুর নবীর মাঝে মনমালিন্য মীমাংসা করে দেয়া হয়। এফ এম আজিজুল হক মানিক অভিযোগ করে বলেন, তিনি বাড়ী ফেরার পথে পৌর শহরের জিরো পয়েন্টে সন্ত্রাসীরা তার উপর হামলা চালায়। এসময় চেয়ারম্যানকে রক্ষা করতে এসে আরো তিনজন আহত হন। ছাগলনাইয়া হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ শারমীন জানান, প্রত্যেকের মাথায় একাধিক সেলাই দেয়া হয়েছে। এঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির যেন অবনতি না ঘটে সেজন্য পৌরশহরে অতিরিক্ত পুলিশ মোতায়েত রয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।