বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সিআইডি পুলিশ পরিচয়ে অবৈধ পলিথিন ছিনতাইর অভিযোগে বরিশাল নগরীর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সহ দুজনকে আটক করেছে মহানগর পুলিশ । বৃহস্পতিবার দুপুরে নগরীর আমানতগঞ্জ এলাকা থেকে ছিনতাই হওয়া প্রায় ৫ লাখ টাকা মূল্যের পলিথিন সহ ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি পলাশপুর এলাকার মো. নাসির উদ্দিন ও পলিথিন বহনকারী অটোরিক্সা চালক আক্কাস হোসেনকে আটক করা হয়। ঘটনার সাথে জড়িত শিপন নামের অপর এক ছিনতাইকারী পালিয়ে যেতে সক্ষম হয় বলে পুলিশ জানিয়েছে।
আমানতগঞ্জ পুলিশ ফাঁড়ির এসআই সবুর খান সাংবাদিকদের জানান, অজ্ঞাত কতিপয় ব্যাক্তি নিষিদ্ধ পাঁচ বস্তা পলিথিন ঢাকা থেকে আসা একটি পরিবহনে নগরীর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালে আনে। সেখান থেকে একটি ইজিবাইকে ওই পলিথিন নগরীর নতুন বাজার এলাকায় আনার পরে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নাসির উদ্দিন ও তার সঙ্গে থাকা শিপন নামের ব্যক্তি নিজেদেরকে সিআইডির কর্মকর্তা পরিচয় দিয়ে পলিথিন বোঝাই ইজিবাইকটি আমানতগঞ্জের নির্জন এলাকায় নিয়ে যায়।
এসআই সবুর বলেন, আওয়ামী লীগ নেতা, অটোচালক ও পলাতক শিপন পরিকল্পিতভাবে পলিথিন সহ ইজিবাইকটি ছিনতাই করেছে খবর পেয়ে ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে পৌছে মো. নাসির উদ্দিন ও ইজিবাইক চালক আক্কাসকে আটক করে। নিষিদ্ধ পলিথিনের মালিকানা দাবী করেননি কেউ। আটক দুজনকে কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।