Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে ২ প্রতিষ্ঠানকে ৮৪ লাখ টাকা জরিমানা

পাহাড় কর্তন পরিবেশ দূষণ

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ৫ সেপ্টেম্বর, ২০১৯, ১২:০০ এএম

পরিবেশ দূষণের দায়ে দুটি প্রতিষ্ঠানকে ৮৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে। ছাড়পত্র না নিয়ে সিগারেট প্রস্তুতের অপরাধে ইন্টারন্যাশনাল টোবাকো ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে ৭০ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া ভবন নির্মাণের জন্য পাহাড় কাটার অপরাধে ফিনলে প্রোপার্টিজ নামে একটি আবাসন প্রতিষ্ঠানকে ১৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

গতকাল বুধবার শুনানি শেষে এ জরিমানার আদেশ দেন পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগরের পরিচালক আজাদুর রহমান মল্লিক। এর আগে মঙ্গলবার নগরীর কাতালগঞ্জে নির্মাণাধীন ফিনলে এম এন মেরি গোল্ড নামে ভবনের প্রকল্প এবং চান্দগাঁও থানার কালুরঘাট শিল্প এলাকায় ইন্টারন্যাশনাল টোবাকো পরিদর্শন করে অধিদপ্তরের টিম।

পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সংযুক্তা দাশ গুপ্তা বলেন, পরিদর্শনে পাহাড় কেটে ফিনলে প্রোপার্টিজের ১৮ তলা ভবনের নির্মাণ কাজ শুরুর সত্যতা পাওয়া গেছে। এছাড়া তামাক কোম্পানির কোনো ধরনের পরিবেশ ছাড়পত্রই নেই। পরিদর্শনের সময় তারা কোনো নথিপত্র উপস্থাপন করতে পারেনি। এজন্য তাদের শুনানিতে ডাকা হয়। উভয় প্রতিষ্ঠানের প্রতিনিধিদের উপস্থিতিতে শুনানির পর পাহাড় কাটার জন্য ১৪ লাখ ও তামাক উৎপাদনের জন্য ৭০ লাখ টাকা জরিমানা করা হয়েছে বলে জানান সংযুক্তা।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পাহাড়

২০ জুন, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ