বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
প্রাইভেট কারে ইয়াবা পাচারের সময় গ্রেফতার হয়েছেন মানবাধিকার সংগঠনের নেতা। স্কুটিতে পাওয়া গেছে ইয়াবার চালান। গতকাল বুধবার র্যাব-৭ চট্টগ্রামের পৃথক দুটি অভিযানে উদ্ধার হয় ৭০ হাজার ২০ পিস ইয়াবা। গ্রেফতার হয় মানবাধিকার নেতাসহ তিনজন।
র্যাব জানায়, লোগোযুক্ত স্টিকার লাগিয়ে কক্সবাজার থেকে ইয়াবা নিয়ে আসার সময় এক ‘মানবাধিকার সংগঠনের সভাপতি’ ও তার গাড়ি চালককে গ্রেফতার করা হয়।
তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ৬০ হাজার ৮০০ পিস ইয়াবা। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়ার আমজুরহাটে এ অভিযান চালায় র্যাব।
গ্রেফতার ফরিদপুর জেলার সদর উপজেলা এলাকার শফি উদ্দিনের ছেলে মো. নাছিবুর রহমান ওরফে নাছিব (৪২) ও পিরোজপুর জেলার ভাÐারিয়ার মো. আলমগীরের ছেলে মো. রাশেদ (২৭)। নাছিবুর রহমান নিজেকে সোসাইটি ফর এস্টাবলিমমেন্ট অ্যান্ড ইমপ্লিমেনটেশন অব হিউম্যান রাইটস নামের একটি সংগঠনের ঢাকার সভাপতি পরিচয় দিয়েছেন এবং মো. রাশেদ তার গাড়ি চালক। কক্সবাজার থেকে ওই চালানটি নিয়ে ঢাকায় যাচ্ছিল তারা। র্যাব জানায়, এর আগেও একই কায়দায় আরও দুইবার কক্সবাজার থেকে ঢাকায় ইয়াবা নিয়ে যাওয়ার কথা স্বীকার করে তারা।
এদিকে নগরীর জুবিলী রোডের হোটেল আল ফয়সালে অভিযান চালিয়ে মো. আনোয়ারুল হাসান রাসেল (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে র্যাব। পরে হোটেলের সামনে রাখা তার স্কুটি থেকে উদ্ধার করা হয় নয় হাজার ২৭০ পিস ইয়াবা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।