বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
জয়পুরহাট সদরের পশ্চিম পারুলিয়ার করিম নগর এলাকায় নানাকে গলা কেটে হত্যার অভিযোগে নাতীকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (০৪ সেপ্টেম্বর) সকাল ১০ টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি পশ্চিম পারুলিয়ার করিম নগর এলাকার মৃত আব্দুল আজিজের ছেলে বেলাল হোসেন (৬৫)।
গ্রেফতারকৃত যুবক জয়পুরহাট সদরের সগুনা গোপিনাথ পুর গ্রামের লিটন মিয়ার ছেলে বায়োজিদ।
পরিবারের সদস্যদের উদ্ধৃতি দিয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) রাইহান হোসেন বলেন- সকালে বায়োজিদ তার মামীকে ধারালো বটি দিয়ে কোপাতে যাচ্ছিল। এ সময় তার নানা তাকে বাধা দিলে হাতে থাকা বটি দিয়ে নানাকেই গলা কেটে হত্যা করে।
তবে পরিবারের সদস্যদের দাবী বায়োজিদ মানসিক ভারসাম্যহীন ছিলেন।
এ বিষয়ে জয়পুরহাট থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে বলেও জানান ওসি রাইহান হোসেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।