প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
দ্বিতীয় স্বামীর আগের বিয়ে, প্রতারণার অভিযোগ এবং মামলা- মোকদ্দমা নিয়ে বেশ কঠিন সময় পার করেছেন সঙ্গীতশিল্পী সালমা। এসব সমস্যা এখন অনেকটাই কাটিয়ে উঠেছেন তারা। সালমা বলেন, সাগরকে বিয়ের পর অনেকে অনেক কথা বলেছেন। অনাকাক্সিক্ষত কিছু ঘটনার সম্মুখিন হয়েছি আমরা। একসঙ্গে অনেক খারাপ সময় পার করেছি। এই খারাপ সময় কাটিয়ে এখন আমরা ভালো আছি। আমরা একে অপরকে বেশ ভালো বুঝি। একে অপরের কাজে উৎসাহ দেই। আমার সব কাজেই সাগরের সহযোগিতা পাই। এটা আমার জন্য বড় বিষয়। কারণ পরিবারের সহযোগিতা ছাড়া ভালো কিছু করা সম্ভব হয় না। আমরা এখন বেশ ভালো আছি। দোয়া চাই, সারাজীবন যেন এভাবেই থাকতে পারি। এদিকে সংসার সামলিয়ে সালমা এখন গানে মনোযোগী। তিনি বলেন, আমি এখন বেছে বেছে কাজ করছি। স্টেজ শোও কম করছি। পছন্দ হলেই কেবল করছি। এরমধ্যে বেশ কিছু নতুন গানে কন্ঠ দেয়া হয়েছে। এগুলো সামনে প্রকাশিত হবে। আর আমার নতুন গানের মিউজিক ভিডিও সম্প্রতি প্রকাশিত হয়েছে। গানটির শিরোনাম মনমাঝি। গানটি থেকে ভালো সাড়া পাচ্ছি। এদিকে সালমা ফোক গান নিয়ে আলাদাভাবে কাজ করতে চান। এ ব্যাপারে উদ্যোগও নিচ্ছেন। এ ব্যাপারে তিনি বলেন, আমি ক্লোজআপ ওয়ান প্রতিযোগিতা থেকেই ফোক ও লালনের গান করে আসছি। এগুলো শিকড়ের গান। শিকড়ের গানের প্রতি অন্যরকম ভালোবাসা আছে আমার। তাই ফোক ও লালনের গান নিয়ে পরিকল্পনা করেছি। এখনও ফোক গান করে যাচ্ছি। লালনের গানও করছি। তবে আমি সামনে আরো বেশি ফোক ও লালনের গান করতে চাই। অ্যালবাম আকারে প্রকাশ করতে চাই গানগুলো। যদিও এখন অ্যালবাম প্রকাশের চল নেই। তবে আমার পরিকল্পনা রয়েছে ফোক ও লালনের গানের কিছু অ্যালবাম করা। গানগুলো আমার কন্ঠে সংরক্ষণ করা। সে লক্ষ্যেই কাজ করবো সামনে। বর্তমানের গানের বাজার সম্পর্কে সালমা বলেন, এখন অবস্থা মোটামুটি ভালো। আমি সা¤প্রতিক সময়ে যে গানগুলো প্রকাশ করেছি সেসব থেকে ভালো সাড়া পেয়েছি। এখন সবাই সিঙ্গেল করছে। আমিও সিঙ্গেলই প্রকাশ করছি। তবে আমি মনে করি এখন শ্রোতারা অনেক সচেতন। ভিন্নধর্মী কিছু না পেলে তারা গ্রহণ করেন না। তাই বেশ চিন্ত াভাবনা করেই গান করছি। খুব শিগগিরই ভিডিওসহ নতুন আরো কিছু ভিন্নধর্মী গান প্রকাশ করবো। আসলে খুব বেশিদিন হয়নি ডিজিটাল ধারায় গান প্রকাশ করা হচ্ছে। তাই আরো সময় দিতে হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।