Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তুরস্ক সীমান্তে সিরিয়ার একটি বড় এলাকা নিয়ন্ত্রণ করছে আইএস

জিহাদিদের প্রধান সরবরাহ রুট বিচ্ছিন্ন করার দাবি এসডিএফ’র

প্রকাশের সময় : ১২ জুন, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : সিরিয়ার সীমান্তবর্তী এলাকায় আইএসের প্রধান সরবরাহ রুট বন্ধ করে দিয়েছে কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস (এসডিএফ)। এর আগে যুক্তরাষ্ট্র সমর্থিত এসডিএফ-এর যোদ্ধারা ওই এলাকাটি চারদিক থেকে ঘিরে ফেলেন। যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, গত শুক্রবার সকালে সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্স মানবিজ থেকে তুরস্ক সীমান্তগামী সর্বশেষ পথটি বিচ্ছিন্ন করে দিয়েছে। পর্যবেক্ষণকারী সংস্থার প্রধান রামি আব্দেল রহমান বলেন, আইএস জিহাদিরা এখনও তুরস্ক সীমান্তে সিরিয়ার একটি বড় এলাকা নিয়ন্ত্রণ করছে। সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস হচ্ছে মূলত দেশটিতে মার্কিন সমর্থিত সশস্ত্র গ্রুপগুলোর একটি জোট। গ্রুপটির নেতৃত্বে রয়েছে কুর্দিশ পিপলস প্রটেকশন ইউনিট (ওয়াইপিজি)। ওয়াশিংটনের দ্য ইন্সটিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ার-এর সিরিয়া বিষয়ক বিশ্লেষক জেনিফার কাফারেলা বলেন, আইএস বিরোধী গ্রুপগুলো যদি প্রথমে মানবিজ ও পরে জারাব্লাজ শহরের নিয়ন্ত্রণ নিতে সক্ষম হয় তাহলে তুরস্কের সঙ্গে তাদের সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়বে। মানবিজ পুনর্দখল এবং জারাব্লাজ শহরে অগ্রসর হতে পারলে আইএসের সরবরাহ রুট ক্ষতিগ্রস্ত হবে; তবে সেটা পুরোপুরি বন্ধ হয়ে যাবে না। মূলত সিরিয়ার গৃহযুদ্ধ শুধু প্রেসিডেন্ট বাশার আল আসাদকে উৎখাতে যুদ্ধরত বিদ্রোহী ও সেনাদের মধ্যে লড়াইয়ে সীমাবদ্ধ নেই। আইএসের মতো কুখ্যাত জঙ্গি সংগঠনের বিরুদ্ধেও লড়াই করছে সরকারবিরোধী একাধিক বিদ্রোহী গ্রুপ। টানা পাঁচ বছর ধরে চলা এ যুদ্ধের যেন শেষ নেই। এরই মধ্যে ঝরে গেছে লাখো প্রাণ। রক্তপাত চলছেই। ২০১১ সালের ১৫ মার্চ সিরিয়ায় শুরু হয়েছিল সরকারবিরোধী আন্দোলন। প্রেসিডেন্ট বাশার আল আসাদের পদত্যাগের দাবিতে শুরু হওয়া এ আন্দোলন এক পর্যায়ে রূপ নেয় গৃহযুদ্ধের। তবে এই গৃহযুদ্ধে সেখানকার মানুষের দুঃখ-দুর্দশা এখন চাপা পড়ে গেছে আইএসের কর্মকা-ের নিচে। পাঁচ বছর ধরে চলা এ গৃহযুদ্ধে এখন দেশটির নানা অংশ আইএসের দখলে। কর্মকা-ের মধ্য দিয়ে আইএস পুরো বিশ্বের নজর কাড়তে সমর্থ হয়েছে। প্যারিসভিত্তিক ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক রিলেশনস-এর গবেষক করিম বিতার। তিনি বলেন, ভয়াবহ সব কর্মকা-ের মধ্য দিয়ে আইএস পশ্চিমাদের বোঝাতে সমর্থ হয়েছে যে তারা অনেক দূর এগিয়েছে। যার অর্থ তারাই এখন চূড়ান্ত শত্রু। অন্যরা তাদের তুলনায় তেমন কিছুই নয়। আল জাজিরা, ডি ডব্লিউ, মিডল ইস্ট আই।



 

Show all comments
  • kazi naim ১২ জুন, ২০১৬, ১০:৫৭ এএম says : 0
    good
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: তুরস্ক সীমান্তে সিরিয়ার একটি বড় এলাকা নিয়ন্ত্রণ করছে আইএস
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ