বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বেগমগঞ্জ উপজেলার আমান উল্যাহপুর ইউনিয়নে অভিযান চালিয়ে ইউছুফ (৩৭) নামের এক ডাকাতকে গ্রেপ্তার করেছে র্যাব। এসময় তার কাছ থেকে একটি এক নলা বন্দুক, এক রাউন্ড গুলি ও একশত পিস ইয়াবা উদ্ধার করা হয়।
মঙ্গলবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে র্যাবের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। গ্রেপ্তারকৃত ইউছুফ ডাকাত আমান উল্যাহপুর ৩নং ওয়ার্ডের ননা মিয়ার ছেলে।
র্যাব-১১, সিপিসি-৩ লক্ষ্মীপুর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক পুলিশ সুপার নরেশ চাকমা জানান, গোপন সংবাদে ভিত্তিতে সোমবার দিবাগত রাতে আমান উল্যাহপুর ননা মিয়ার বাড়ীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় একটি ঘর থেকে অস্ত্র, গুলি ও ইয়াবাসহ ডাকাত ইউছুফকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরো জানান, ইউছুফ দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন এলাকায় খুন, ডাকাতি, আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধসহ নানা সন্ত্রাসী কর্মকান্ডের মাধ্যমে সাধারণ মানুষকে জিম্মি করে রাখছিলো। তার অত্যাচার ও নির্যাতনের ভয়েঅভ সংক্ষুদ্ধ জনগন কথা বলার বা প্রতিকার চাওয়ার সাহস পেতো না। সে প্রকাশ্যে অস্ত্র প্রর্দশন ও ভয়ভীতি দেখিয়ে চাঁদাবাজি এবং বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে আসছিলো। তার বিরুদ্ধে বেগমগঞ্জ ও লক্ষ্মীপুর সদর থানায় একাধিক মামলা রয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।