বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
মা রিনা বেগমের বুকে ঘুমিয়েছিল ১১ মাসের শিশু আবিদা সুলতানা। ঘুম থেকে উঠে তিনি দেখেন বুকের শিশু নেই। পাগলপ্রায় মা খুঁজতে থাকেন সন্তানকে। পিতা মো. মনির হোসেন (৪২) নিরুদ্বেগ। এতে সন্দেহ হয় রিনা বেগমের। তিনি খবর দেন পুলিশে। তবে মনির হোসেন ও তার প্রথম স্ত্রী রোজিনা বেগম শুরু থেকেই আবিদা সুলতানাকে চুরি করার বিষয়টি অস্বীকার করেন। পুলিশও দমবার পাত্র নয়। সন্দেহভাজন মনির হোসেনকে নজরদারিতে রাখে।
পুলিশের কাছে খবর আসে মনির হোসেন নিজেই সন্তান চুরি করেছেন। দুগ্ধপোষ্য শিশুকে মায়ের বুক থেকে কেড়ে নিয়ে প্রথম স্ত্রী রোজিনার কোলে তুলে দিয়েছেন। রোজিনা শিশুটিকে নিয়ে গেছেন রাজধানী ঢাকার যাত্রাবাড়ির বাসায়। রোববার রাতে সেখান থেকে শিশুটিকে উদ্ধার করে গতকাল সোমবার তার মায়ের কোলে ফিরিয়ে দেয় পুলিশ। চারদিন পর বুকের ধন ফিরে পেয়ে কান্নায় ভেঙে পড়েন মা রিনা বেগম।
পতেঙ্গা থানার ওসি উৎপল বড়–য়া দৈনিক ইনকিলাবকে বলেন, পতেঙ্গার ফুলছড়ি পাড়ার বাসা থেকে ওই শিশুটিকে চুরি করা হয়। শিশু চোর পিতা মনির হোসেনের টার্গেট ছিল সন্তানকে দ্বিতীয় স্ত্রী থেকে আলাদা করা। সন্তানকে কেড়ে নিয়ে এরপর স্ত্রীকে তালাক দেয়ার পরিকল্পনা ছিল তার। তার এ পরিকল্পনার সহযোগী প্রথম স্ত্রী রোজিনা বেগম।
তাদের হেফাজত থেকে শিশুটিকে উদ্ধার করার পর তারা দুজনেই শিশু চুরির কথা স্বীকার করেছে। মো. মনির হোসেন শরীয়তপুর জেলার পালং থানার স্বর্ণঘোষ তালুকদার বাড়ির আবদুস সাত্তার তালুকদারের ছেলে। তিনি কর্ণফুলী টানেল প্রকল্পের এক কর্মকর্তার গাড়িচালক।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।