মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
রাশিয়ায় অনুষ্ঠিতব্য ‘সেন্টার ২০১৯’ শীর্ষক আঞ্চলিক সামরিক মহড়ায় যোগ দিচ্ছে চীন ও পাকিস্তান। ১৬ থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত সপ্তাহব্যাপী এই মহড়া অনুষ্ঠিত হবে বলে চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন। এক নিয়মিত সাংবাদিক সম্মেলনে মুখপাত্র সিনিয়র কর্নেল রেন গুওকিয়াং বলেন যে পিএলএ’র ওয়েস্টার্ন থিয়েটার কমান্ড থেকে চীন ১,৬০০ সেনা পাঠাবে। সেই সাথে থাকছে ৩০০ সামরিক সরঞ্জাম, ৩০টি ফিক্সড-উইং এয়ারক্রাফট ও হেলিকপ্টার। ওরেনবার্গে অনুষ্ঠিতব্য এটাই চলতি বছর রাশিয়ার সবচেয়ে বড় সামরিক মহড়া। মধ্য এশিয়ার সামরিক নিরাপত্তা রক্ষার জন্য সন্ত্রাস দমন মিশন পরিচালনাকারী বহুজাতিক সম্মিলিত বাহিনীর উপর নজর দিয়ে এই মহড়ায় পাকিস্তান, কাজাখস্তান, ও কিরঘিজিস্তানসহ আরো ছয়টি দেশ যোগ দেবে। চীন ও রাশিয়ার মধ্যে ব্যাপকভিত্তিক কৌশলগত অংশীদারিত্ব সমন্বয় শক্তিশালী করা, সামরিক পরিমÐলে বিচক্ষণ ও বন্ধুত্বপ‚র্ণ সহযোগিতা করার লক্ষ্যে আসন্ন মহড়াটির আয়োজন করা হয়েছে। রেন বলেন, এই মহড়া নিরাপত্তা হুমকি মোকাবেলা ও আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা সুরক্ষায় অংশগ্রহণকারী বহুজাতিক সম্মিলিত বাহিনীর সামর্থ বৃদ্ধি করবে। কোন তৃতীয় পক্ষকে লক্ষ্য করে বা কোন সুনির্দিষ্ট আঞ্চলিক পরিস্থিতির জন্য এই মহড়া চালানো হচ্ছে না। এসএএম।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।