Inqilab Logo

শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

রাশিয়ায় দুই বাসের সংঘর্ষে ১৩ জন নিহত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৬ অক্টোবর, ২০১৮, ৩:৪৮ পিএম | আপডেট : ৩:৫১ পিএম, ৬ অক্টোবর, ২০১৮

শুক্রবার রাশিয়ায় তিভার শহরের কাছে দুই বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ১৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৭ জন। খবর রেডিও ফ্রি ইউরোপ। 

আঞ্চলিক স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ভেদিম লেভাসিন বলেন, ৫ অক্টোবর  মস্কো থেকে ১৮০ কিলোমিটার উত্তর-পশ্চিমাঞ্চলীয় তিভার শহরের কাছে একটি হাইওয়েতে ওই দুর্ঘটনা ঘটে। একটি লিয়াজ বাসের সঙ্গে একটি ফোর্ড মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ ঘটে। লেভাসিন জানান, দুর্ঘটনায় ১৩ জন প্রাণ হারান।

জরুরি মন্ত্রণালয় এবং স্থানীয় ট্রাফিক পুলিশ জানায়, লিয়াজ বাসের সঙ্গে সংঘর্ষের ঘটনায় ফোর্ড মিনিবাসের যাত্রীরা নিহত হন।

দুর্ঘটনার পরপরই সেখানে পৌঁছায় উদ্ধারকারী দল। আঞ্চলিক গভর্নর ইগোর রুদেনিয়া ঘটনাস্থল পরিদর্শন করেছেন। দুর্ঘটনায় আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রাশিয়ায়

১১ অক্টোবর, ২০২১

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ