Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাহামা লণ্ডভণ্ড, ফ্লোরিডার দিকে ডোরিয়ান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩ সেপ্টেম্বর, ২০১৯, ১২:০৩ এএম

বাহামা দ্বীপপুঞ্জে ঘণ্টায় ৩৫৫ কিলোমিটার গতিতে আঘাত হেনেছে ‘দানবীয়’ হারিকেন ডোরিয়ান। লণ্ডভন্ড হয়ে গেছে জনজীবন ও সহায় সম্পদ, ঘরবাড়ি। ডোরিয়ানের আঘাতে বাড়ির ছাদ উড়ে গেছে, গাড়ি উল্টে গেছে এবং বিদ্যুতের তার ছিঁড়ে গেছে। রোববার আঘাত হানা এই ক্যাটাগরি পাঁচের হারিকেনটি এই অঞ্চলে ১৯৩৫ সালের পর সবচেয়ে শক্তিশালী আটলান্টিক হারিকেন। খবর বিবিসি, দ্য গার্ডিয়ান ও সিবিএস নিউজের। তাৎক্ষণিকভাবে ডোরিয়ানের ক্ষয়ক্ষতি সম্পর্কে জানা না গেলেও এখন পর্যন্ত একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। একজন নারী বলেছেন, তার আট বছর বয়সী নাতি পানিতে ডুবে মারা গেছে এবং তার নাতনি নিখোঁজ রয়েছে। ওই দুই শিশুই আবাকো দ্বীপের বাসিন্দা। কোনও কোনও এলাকায় ‘প্রাণনাশী’ ২০ ফুটের চেয়ে বেশি জলোচ্ছ¡াস হয়েছে বলে জানা গেছে। বার্তা সংস্থা এসোসিয়েটেড প্রেস বলছে, আক্রান্ত দ্বীপগুলো থেকে খুব বেশি কিছু জানা যাচ্ছে না। তবে ধারণা করা হচ্ছে, বহু মানুষ উদ্বাস্তু হয়েছেন। ঘ‚র্ণিঝড়ের আগেই অধিকাংশ মানুষ আশ্রয়কেন্দ্রে অবস্থান নেয়, এসময় পর্যটন হোটেলগুলোও বন্ধ করে রাখা হয়। ডোরিয়ানকে ‘দানবীয় ঘ‚র্ণিঝড়’ উল্লেখ করে বাহামার প্রধানমন্ত্রী হুবার্ট মিনিস বলেছেন, এটা সম্ভবত আমার জীবনের সবচেয়ে ভারাক্রান্ত ও খারাপ দিন। তিনি বলেন, আমরা একটি ঘ‚র্ণিঝড়ের মুখোমুখি হয়েছিৃবাহামার ইতিহাসে যা আমরা কখনও দেখিনি। ‘বাহামার মানুষের জন্য প্রার্থনা’ করতে সবার প্রতি আহŸান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে সোমবার প্রায় পুরো দিনই গ্র্যান্ড বাহামা দ্বীপের ওপর দিয়ে অগ্রসর হচ্ছিল ডোরিয়ান। রোববার যুক্তরাষ্ট্রের জাতীয় হারিকেন সেন্টার (এনএইচসি)-র পরিচালক কেন গ্রাহাম বলেছেন, পরবর্তী ১০ ঘণ্টা বা তার বেশি সময় বাহামায় বড় ধরনের হারিকেন পরিবেশ বিরাজ করবে। অন্যদিকে বাহামায় তাÐব চালিয়ে ডোরিয়ান এখন ধীরে ধীরে পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে এবং যুক্তরাষ্ট্রের প‚র্বাঞ্চলীয় উপক‚লীয় এলাকায় আঘাত হানতে পারে। তবে আবহাওয়ার প‚র্বাভাসকারীরা বলছেন, যুক্তরাষ্ট্রের ম‚ল ভ‚খÐে সরাসরি আঘাত হানতে না-ও পারে হারিকেন ডোরিয়ান। যদিও আজ সোমবার আরও পরের দিকে ফ্লোরিডার প‚র্ব উপক‚লের কাছ দিয়ে অতিক্রম করতে পারে হারিকেনটি এবং ওই অঞ্চলে মঙ্গলবার রাত পর্যন্ত থাকতে পারে। এরই মধ্যে য্ক্তুরাষ্ট্রের ফ্লোরিডা, জর্জিয়া, উত্তর ও দক্ষিণ ক্যারোলিনায় জরুরি অবস্থা জারি করা হয়েছে। হারিকেন ডোরিয়ানের কারণে সম্ভাব্য ক্ষয়ক্ষতি ও বন্যায় আশঙ্কায় ইতোমধ্যেই এসব অঙ্গরাজ্যের উপক‚লীয় এলাকা থেকে মানুষজনকে সরে যেতে নির্দেশ দেয়া হয়েছে। রয়টার্স জানিয়েছে, রোববার রাতে আবাকো দ্বীপের এলবো কে এলাকা দিয়ে ডোরিয়ান যখন স্থলভাগে উঠে আসে, তখন বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় ২৯৫ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হওয়া আকারে ৩৫৪ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছিল। এ সময় প্রবল ঝড়ো হওয়ার সঙ্গে স্বাভাবিক জোয়ারের চেয়ে ১৮ থেকে ২৩ ফুট উঁচু জলোচ্ছ¡াসে উপক‚ল প্লাবিত হয় বলে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার (এনএইচসি) জানিয়েছে। বিবিসি জানিয়েছে, প্রলয়ঙ্করী এ হারিকেনের তাÐবে বহু ঘরের ছাদ উড়ে গেছে, জলোচ্ছ¡াস আর প্রবল বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে অনেক জায়গা। বিবিসি, দ্য গার্ডিয়ান,সিবিএস নিউজ।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ