Inqilab Logo

বুধবার ১৩ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আসামের এনআরসি থেকে বিজেপির শিক্ষা নেয়া উচিত : আসাদউদ্দিন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২ সেপ্টেম্বর, ২০১৯, ১২:০১ এএম

ভারতের মজলিশ-ই-ইত্তেহাদুল-মুসলেমিন (মিম) প্রধান ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসি এমপি বলেছেন, আসামের এনআরসি থেকে বিজেপি’র শিক্ষা নেয়া উচিত। তিনি গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে ওই মন্তব্য করেন। এনআরসি’র চ‚ড়ান্ত তালিকায় ১৯ লাখেরও বেশি মানুষের নাম বাদ পড়েছে। গণমাধ্যমের একটি স‚ত্র বলছে- এনআরসি থেকে বাদ পড়াদের অধিকাংশই হিন্দু স¤প্রদায়ের মানুষ। যদিও হিন্দুত্ববাদী বিজেপি নেতারা একসময় লাখ লাখ বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীর কথা বলায় রাজনৈতিক ও সামাজিক অঙ্গন উত্তপ্ত হয়ে ওঠে। বিগত বিধানসভা ও লোকসভা নির্বাচনেও বিজেপির অন্যতম প্রধান ইস্যু ছিল ‘বেআইনি অনুপ্রবেশ’। ব্যারিস্টার আসাদ উদ্দিন ওয়াইসি বলেন, হিন্দু ও মুসলিমের ভিত্তিতে দেশজুড়ে এনআরসি’র দাবি বন্ধ করা উচিত বিজেপির। ওদের শিক্ষা নেয়া উচিত যে অসমে কী হয়েছে। অবৈধ অনুপ্রবেশকারীদের বিভ্রান্তি ভেঙে গেছে। তিনি বলেন, আমার সন্দেহ যে- নাগরিকত্ব সংশোধনী বিলের মাধ্যমে বিজেপি এমন একটি বিল আনতে পারে, যাতে সমস্ত অমুসলিমকে নাগরিকত্ব দেয়া যায়। এরফলে সাম্যের অধিকার লঙ্ঘন হবে। ওয়াইসি বলেন, আসামের অনেক লোক আমাকে বলেছে, বাবা-মায়ের নাম এনআরসি তালিকায় আছে কিন্তু সন্তানদের নাম নেই! মুহাম্মাদ সানাউল্লাহ সেনাবাহিনীতে দায়িত্ব পালন করেছেন। তার মামলা হাইকোর্টে বিচারাধীন রয়েছে। আশা করি তিনি ন্যায়বিচার পাবেন। গত মে মাসে ফরেনার্স ট্রাইবুনালের রায়ে গ্রেফতার হন একসময়ে মনিপুর ও কাশ্মীরে লড়াই করা মুহাম্মাদ সানাউল্লাহ। ১২ দিন তাঁকে আটকে রাখা হয়। পরে গুয়াহাটি হাইকোর্টের রায়ে ছাড়া পান তিনি। মামলাটি নিয়ে আদালতে এখনও লড়াই করছেন তিনি। পার্সটুডে।

 

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ