Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দেশ-বিদেশে সাপলুডু মুক্তি পাবে ২৭ সেপ্টেম্বর

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২ সেপ্টেম্বর, ২০১৯, ১২:০১ এএম

গোলাম সোহরাব দোদুল পরিচালিত সাপলুডু সিনেমাটি ২৭ সেপ্টেম্বর মুক্তি পাবে। গত শনিবার সন্ধ্যায় তেজগাঁওস্থ বেঙ্গল মাল্টিমিডিয়ার স্টুডিওতে সিনেমাটির গান রিলিজ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান এ মুক্তির কথা বলেন। বেঙ্গল মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মিত সিনেমাটি দেশের পাশাপাশি একই দিনে দেশের বাইরে আমেরিকা এবং নর্থ আমেরিকায় মুক্তি দেয়া হবে বলে তিনি জানান। এছাড়া আরও কয়েকটি দেশে মুক্তির ব্যাপারে কথা চলছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সিনেমাটির অভিনয়শিল্পী আরিফিন শুভ, বিদ্যা সিনহা মিম, সালাউদ্দিন লাভলু, তারিক আনাম খান, পরিচালক গোলাম সোহরাব দোদুলসহ সংল্লিষ্ট কলাকুশলীরা। আশিক রহমান বলেন, বেঙ্গল মাল্টিমিডিয়ার আগের দুটি সিনেমা প্রশংসিত হয়েছে। জন্মভ‚মি সিনেমাটি এখনও বিভিন্ন উৎসবে প্রদর্শিত হচ্ছে। মিলান চলচ্চিত্র উৎসবেও দেখানো হবে। অন্যদিকে যদি একদিন দেশের বাইরে নর্থ আমেরিকার ৩৯৯ সিনেমা হলে প্রদর্শিত হয়েছে। উল্লেখ, গত বছরের ২৭ অক্টোবর থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত অ্যাকশন-থ্রিলারধর্মী সাপলুডুর শুটিং হয়েছে ঢাকা, বান্দরবান, রাঙামাটি ও কক্সবাজারের বেশ কিছু লোকেশনে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ