মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইসরায়েলের সেনাবাহিনী লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর ভয়ে তাদের পূর্বনির্ধারিত সামরিক মহড়া স্থগিত করেছে। আল-মাসিরা টিভি চ্যানেল জানিয়েছে, ইসরায়েলি সেনাবাহিনী বিবৃতির মাধ্যমে সামরিক মহড়া বাতিলের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে এবং লেবানন সীমান্তে যে কোনো ধরনের ঘটনা মোকাবেলার জন্য প্রস্তুতি নিয়েছে।
এছাড়া ইসরায়েলি বাহিনী লেবাননের 'কিরিয়াত শেমুনা' এবং 'আল-জলিল' সীমান্ত এলাকায় বিমান চলাচল বন্ধ রাখার পাশাপাশি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা 'আয়রন ডোম' মোতায়েন করেছে।
এছাড়া লেবানন সীমান্তের কাছে ইসরায়েলি বাহিনীর তৎপরতা বেড়েছে। শনিবার সকালেও উত্তর সীমান্তে ইসরায়েলি সেনাবহরের উপস্থিতি লক্ষ্য করা গেছে এবং সেনাবাহিনীর কিছু সদস্যকে সিরিয়ার গোলান অঞ্চল থেকে সরিয়ে লেবানন সীমান্তে মোতায়েন করা হয়েছে।
গত ২৫ আগস্ট ইসরায়েলি বাহিনী লেবাননে ড্রোন পাঠানোর পর হিজবুল্লাহ হুঁশিয়ারি দিয়ে বলেছে, তারা এই আগ্রাসনের জবাব দেবে এবং ইসরায়েলজুড়ে আতঙ্ক বিরাজ করছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।